জিপি মিনিট অফার দেখার কোড
বর্তমানে বাংলাদেশের জিপি সিম ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা সাড়ে আট কোটি, অর্থাৎ বাংলাদেশের প্রায় অর্ধেক জনগণ জনগণ এ জিপি অপারেটর ব্যবহার করে। তাই জিপি মিনিট অফার দেখার কোড সম্পর্কে যারা এখনো জানেন না তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
জিপি মিনিট অফার দেখার কোড সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকে আপনাদের অফার দেখার কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেন জিপি সিম ব্যবহার করে শান্তিতে বন্ধু এবং পরিবারের সাথে কথা বলতে পারেন।সূচিপত্রঃ জিপি মিনিট অফার দেখার কোড
- জিপি মিনিট অফার দেখার কোড কত
- কম খরচে মিনিট কেনার কোড
- ৭ দিন মেয়াদি মিনিট কেনার কোড
- যে সকল মিনিটের মেয়াদ ৩০ দিন
- অন্যান্য আরো সকল মিনিট কেনার কোড
- জিপি মিনিট অফার দেখার কোড সম্পর্কে (FAQ) প্রশ্নোত্তর
- শেষ কথাঃ জিপি মিনিট অফার দেখার কোড
জিপি মিনিট অফার দেখার কোড কত
জিপি মিনিট অফার দেখার কোড জানার জন্য জিপি সিম থেকে *১২১#নাম্বারে ডায়াল করতে হবে। ডায়াল করার পর সেখানে জিরো থেকে ছয় পর্যন্ত নাম্বার দেয়া থাকবে জিপি মিনিট দেখার জন্য ৪ চাপতে হবে। তাহলে আপনি কত টাকা দিয়ে কত মিনিট কিনতে চান এবং কত সময়ের জন্য সম্পূর্ণ পাবেন। কোড দেখা যাবে না।
জিপিতে মিনিট কেনার জন্য প্রত্যেক মিনিটের আলাদা আলাদা কোড রয়েছে। তবে জিপি মিনিট কিনার আরেকটি ভিন্ন পদ্ধতি হলো My GP অ্যাপস ব্যবহার করে। যে সকল জিপি গ্রাহক রয়েছেন তারা অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে মাই জিপি অ্যাপস ব্যবহার করতে পারেন। মাই জিপি অ্যাপস এর মধ্যে প্রবেশ করলে জিপি অপারেটরের সকল কিছু জানতে পারবেন না।
মাই জিপি অ্যাপস এর মধ্যে প্রবেশ করলে সকল ধরনের মিনিট ইন্টারনেট আর অন্যান্য সুবিধা রয়েছে সেগুলো আপনি সেখান থেকে ক্রয় করতে পারবেন। তবে যারা মাই জিপি অ্যাপস ব্যবহার না করে কোড ব্যবহার করে জিবি মিনিট কিনতে চান তারা আমাদের পোস্টে মনোযোগ সহকারে পড়ুন। আপনাদের প্রয়োজন অনুযায়ী কোড ব্যবহার করে মিনিট কিনতে পারেন।
কম খরচে মিনিট কেনার কোড
কম খরচে মিনিট কেনার কোড বলতে বোঝানো হয়েছে যারা ইমারজেন্সি ভাবে দ্রুত কোন প্রয়োজনে মিনিট কিনতে চান এবং কম সংখ্যক মিনিটের প্রয়োজন হয় তাহলে কিছু মিনি মিনিট কেনার পদ্ধতি রয়েছে। কারণ অনেকে আছেন যাদের বেশি মিনিটের প্রয়োজন হয় না, কম সময়ের জন্য মিনিট প্রয়োজন হয় তাদের জন্য সুবিধা রয়েছে। চলুন কম খরচে মিনিট কেনার কোড আপনাদের সুবিধার্থে তুলে ধরা যাক।
- ৫ টাকায় ৮ মিনিট ৪ ঘন্টা কোড *১২১*৪০২২#
- ৭ টাকায় ১১ মিনিট ছয় ঘন্টা কোড *১২১*৪০২৪#
- ১৯ টাকায় ২৭ মিনিট ২৪ ঘন্টা কোড *১২১*৪৪০২
৭ দিন মেয়াদি মিনিট কেনার কোড
অনেকেই এক সপ্তাহেও কিংবা সাত দিনের জন্য মিনিট ক্রয় করতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না কিভাবে ক্রয় করবেন। তাই আপনাদের সুবিধার্থে ৭ দিনে কিভাবে কোড ব্যবহার করে মিনিট ক্রয় করবেন সে নিয়ে আলোচনা করছি। যারা ৭ দিনের জন্য মিনিট কিনতে চান তারা আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ুন তাহলে আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন।
- ৭৪ টাকায় ১১০ মিনিট মেয়াদ ৭ দিন কোড *১২১*৪৪০৩#
- ১২৪ টাকায় ২০০ মিনিট মেয়াদ ৭ দিন কোড *১২১*৪৪০৭#
যে সকল মিনিটের মেয়াদ ৩০ দিন
যে সকল মিনিটের মেয়াদ ৩০ দিন সেগুলো আপনারা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ গ্রামীণ সিম ব্যবহার করে আর এই গ্রামীন সিম ব্যবহারের ফলে যোগাযোগের জন্য মিনিট কেনার প্রয়োজনীয়তা রয়েছে। চলুন 30 দিনে যে সকল মিনিট গুলো রয়েছে সেগুলোর কোড গুলো জানানোর চেষ্টা করি।
- ১৭৪ টাকায় ২০০ মিনিট ৩০ দিন কোড *১২১*৪৪১০#
- ৩৭৮ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন কোড *১২১*৪৪১১#
- ২৯৮ টাকায় ৪০০ মিনিট ৩০ দিন কোড *১২১*৪৪১৪#
- ৪৮৮ টাকায় ৮০০ মিনিট ৩০ দিন কোড *১২১*৪৬৫৭#
অন্যান্য আরো সকল মিনিট কেনার কোড
অন্যান্য আরো সকল মিনিট কেনার কোড গুলো আপনাদের জানা থাকলে প্রয়োজনে কেনা সহজ হবে।
- ১৯ টাকায় ২৭ মিনিট ২৪ ঘন্টা কোড *১২১*৪৪০২#
- ২৯ টাকায় ৪৫ মিনিট ২ দিন কোড *১২১*৪৪০৫#
- ৪৮ টাকায় ৫০ মিনিট ৩ দিন কোড *১২১*৪৪০৬#
- ১৫৭ টাকায় ২০০ মিনিট ১৫ দিন কোড *১২১*৫০৭৪#
- ১৩২ টাকায় ২০০ মিনিট ১০ দিন কোড *১২১*৪৪০৮#
জিপি মিনিট অফার দেখার কোড সম্পর্কে FAQ প্রশ্নোত্তর
প্রশ্ন: জিপি মিনিট চেক করার সহজ উপায় কি?
উত্তর: ইউএসডি কোড*১২১*১*২#দয়া করে মিনিট ব্যালেন্স জানা যায়।
প্রশ্ন: মাই জিপি অ্যাপ দিয়ে কিভাবে মিনিট ব্যালেন্স চেক করব?
উত্তর: মাই জিপি অ্যাপের লগইন করে usage বা balance অপশনে গেলেই মিনিট দেখা যায়।
প্রশ্ন: জিপি মিনিট দেখার কোড কাজ না করলে কি করব?
উত্তর: ফোন রিস্টার্ট দিয়ে পুনরায় কোড ডায়াল করুন, না হলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
প্রশ্ন: জিপি মিনিট চেক কোড প্রিপেইড ও পোস্টপেইডের জন্য কি একই?
উত্তর: না, প্রিপেইডের জন্য *১২১*১*২#এবং পোস্টপেডের জন্য *১২১#ব্যবহার করতে হয়।
প্রশ্ন: জিপির সাত দিনের মিনিট অফার চেক করার কোড কি?
উত্তর: মিনিট ব্যালেন্স চেক করতে*১২১* ১*২#ডাল করুন বা মাই MyGp অ্যাপে দেখুন।
শেষ কথাঃ জিবি মিনিট অফার দেখার কোড
জিপি মিনিট অফার দেখার কোড *১২১*১*২# যা উপরোক্ত সকল আলোচনায় আমরা উল্লেখ করেছি। যদিও এ ব্যাপারে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর জিপি মিনিট কেনার জন্য আপনারা my GP অ্যাপ ব্যবহার করতে পারেন এছাড়া আরো একটি পদ্ধতি আছে*১২১#এই নাম্বারে ডায়াল করো মিনিট কিনতে পারবেন।
যারা প্রতিনিধি এত জিপি অপারেটর ব্যবহার করছেন তাদের জিপি মিনিট কেনার সকল কোড সম্পর্কে জানা প্রয়োজন। যারা জিপি মিনিট কেনার কোড সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের পোস্টটি সম্পন্ন করুন এবং আপনার পছন্দ অনুযায়ী যেকোন মিনিট অফার ক্রয় করতে পারেন।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url