মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম

সূচিপত্রঃ মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম
- মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম
- চুল পড়া বন্ধ করা তেলের নাম ও কার্যকারিতা
- চুল পড়ার কারণ কি কি
- চুল পড়া বন্ধ করতে ঘরোয়া উপায়
- শেষ কথাঃ মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম
মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম অবশ্যই আলোচনা করব। যারা অতিরিক্ত চুল পড়া নিয়ে চিন্তিত আছেন তারা আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আপনারা হয়তো আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চুল কমবেশি কিন্তু সকলেরই পড়ে কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে চুল পড়া অনেকটাই অমানুষ সম্ভব।
- কদুর তেল
- নারিকেল তেল
- ভিটামিন ই তেল
- আরগান অয়েল
- ব্রাহ্মী তেল
- ভৃঙ্গরাজ তেল
- তিলের তেল
- রোজ মেরি তেল
- তিসির তেল
- অলিভ অয়েল
- জবা ফুল তেল
- আমলকি তেল
- জোজোবা তেল
- ল্যাভেন্ডার তেল
- এলোভেরা তেল
- আমন্ড অয়েল
- মেথির তেল
- ইমামি 7 অয়েল
- ক্যাস্টর অয়েল
- কালোজিরা তেল
- মরিঙ্গা তেল
- টি ট্রি ওয়েল
- সানফ্লাওয়ার তেল
- আমলকি তেল
চুল পড়া বন্ধ করা তেলের নাম ও কার্যকারিতা
চুল পড়া বন্ধ করা তেলের নাম ও কার্যকারিতা গুলো জানা থাকলে অবশ্যই সেই তেল ব্যবহারে আপনারা উৎসাহিত হবেন। কারণ চুল পড়ে যাওয়া এক ধরনের মানসিক চিন্তা। আর এই চিন্তা নিয়ে থাকলে চুল পড়া তো ঠেকানো সম্ভব নয় তাই কিছু তেলের নাম এবং তেলের কার্যকারিতা ও গুনাগুন সম্পর্কে জানা থাকলে সকলের জন্য ভালো।
তিলের তেল
তিলের তেল মাথার সামনের দিকে চুল গজাতে সাহায্য করে। অর্থাৎ যাদের মাথার সামনের দিকে চুল উঠে গেছে অর্থাৎ টাক দেখা দেয় তাদের জন্য তিলের তেল এক ধরনের মহা ঔষধ বলা যায়। তিলের তেল ব্যবহারে মাথার চুল কালো এবং খুশকি দূর করে। এছাড়া তিলের তেলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা চুলের জন্য উপকারী।
রোজ মেরি তেল
রোজ মেরি তেল চুলের জন্য অনেক উপকারী। এ তেল ব্যবহারে চুল ঝলমলে উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়। অনেক চুল আছে যেগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় সে রকম চুলের যত্নে রোজ মেরি তেল ব্যবহার করতে পারেন। জবা থেকে তৈরি হয়ে থাকে এ তেল। চুল পড়া বন্ধ করা এবং চুলের গোড়ায় রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
আরো পড়ুনঃ তিসির তেলের ব্যবহার ২৩ উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত
চুল পড়া বন্ধে ভৃঙ্গরাজ তেল
চুল পড়া বন্ধ করতে নিম তেল
চুল পড়া বন্ধ করতে নিম তেল চুলার জন্য অনেক কার্যকর। নিম তেল চুলে সরাসরি ব্যবহার করা যায় তবে অন্য কোন তেলের সাথে যুক্ত করে ব্যবহার করতে পারেন ব্যবহার করে চুল পড়া অনেকটা কমে যায়। নেমে যেহেতু কিছু ভিটামিন রয়েছে যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।
মেয়েদের চুল পড়া বন্ধ কালোজিরা তেল
মেয়েদের চুল পড়া বন্ধ কালোজিরা তেল চুলের আদ্রতা ধরে রাখতে এবং অতিরিক্ত হেয়ার ফল কমাতে সাহায্য করে। কালোজিরা তেল প্রাকৃতিক উপায়ে বাড়িতে তৈরি করে চুলে ব্যবহার করতে পারলে এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। চুলের ভেতরে আদ্রতা তৈরি করে। কালোজিরা তেল ব্যবহারে অতিরিক্ত বেবি চুল গজাতে সাহায্য করে।
চুল পড়া বন্ধে ক্যাস্টর অয়েল
চুল পড়া বন্ধে ক্যাস্টর অয়েল চুলে ব্যবহারের ফলে চুল অতিরিক্ত ঝরে যাওয়া কমাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল চুলে সরাসরি ব্যবহার করার চাইতে অন্য কোন তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা ভালো। যেমন অলিভ অয়েল, কিংবা নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রাখুন। এছাড়া ক্যাস্টর অয়েলে ওমেগা-৩, ওমেগা-৯ ফ্যাটি এসিড আছে যা চুল পড়া হরমোন এর বিরুদ্ধে লড়াই করে।
আরো পড়ুনঃ চুলের যত্নে কারি পাতা ব্যবহারের ১০ উপায়
বাদাম তেল
মেয়েদের চুল পড়া বন্ধ করতে বাদাম তেল অর্থাৎ আমন্ড অয়েল চুলে ব্যবহারে চুল চিটচিটে এবং আঠালো ভাব থেকে রক্ষা করে। বাদাম তেল চুলের যত্নে খুবই কার্যকরী তেল। তেল ব্যবহারে করলে চুলের শুষ্কতা কমায়। চুলকে গোড়া থেকে শক্ত এবং মজবুত রাখে।
চুল পড়া রোধ করতে আমলকি তেল
চুল পড়া রোধ করতে আমলকি তেল খুব সহজেই বাড়িতে বানিয়ে চুলের গোড়ায় ব্যবহার করা যায়। আমলকি তেল তৈরি করে ব্যবহার করলে চুল শক্ত এবং কালো করতে সাহায্য করে। বিভিন্ন প্রক্রিয়ায় আমলকি তেল বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে চুলে ব্যবহার করা যায়। এর ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুল ঝলমলে সুন্দর করে।
চুল পড়া বন্ধে ল্যাভেন্ডার তেল
চুল পড়া বন্ধে ল্যাভেন্ডার তেল আমাদের দেশের সহজে পাওয়া সম্ভব হয় না। তবে অনলাইনে অর্ডার দিয়ে অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তবে এই তেল যেহেতু পাওয়া কঠিন কিন্তু এই তেলের কার্যকরী অনেক ভূমিকা রয়েছে। ল্যাভেন্ডার তেল ব্যবহারে হেয়ার ফল কমায় এবং এন্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা রয়েছে। চুলের গোড়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে ভূমিকা রাখে।
আরো পড়ুনঃ লেবু দিয়ে খুশকি দূর করার ঘরোয়া ৮ উপায় সম্পর্কে জানুন
সানফ্লাওয়ার তেল
সানফ্লাওয়ার তেল চুলে ব্যবহারে চুলের গোড়া ভিটামিন ই ধরে রাখতে সাহায্য করে। কারণ এতে ভিটামিন ই রয়েছে এবং চুল গোড়া থেকে মজবুত করে এবং অতিরিক্ত চুল পড়া কমাতে সাহায্য করে। চুল পড়া রোধ করতে এবং চুলের খুশকি দূর করতে এদের ব্যবহারের তুলনা নেই।
চুল পড়ার কারণ কি কি
চুল পড়ার কারণ কি কি হয়তো অনেকে জানে আবার অনেকেই জানে না। যারা জানেন না তাদের আজকে এ পোস্টে আলোচনা করছি সম্ভব হলে পোস্টটি সম্পন্ন করে কারণগুলো জেনে সচেতন হন এবং নিজের চুলের সৌন্দর্য ধরে রাখতে সাবধানতা অর্জন করতে পারেন। পড়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে-
অতিরিক্ত টেনশন এবং মানসিক চাপের ফলে চুল পড়ে যায়। কারণ অতিরিক্ত টেনশনের ফলে আমাদের মস্তিষ্কে এক ধরনের চাপে সৃষ্টি হয় যা আমাদের চুলকে দ্রুত ঝরে যেতে সাহায্য করে। মস্তিষ্কের চাপের ফলে চুলের মাথার ত্বক গরম থাকে ফলে চুল ঝরে যায়।
আরো পড়ুনঃ চুলের যত্নে কালোকেশীর ব্যবহার কেশরাজ পাতার উপকারিতা
জেনেটিক কারণে চুল ঝরে যেতে পারে। পরিবারের বাবা মা কারো চুল ঝরে গেলে সন্তানেরও চুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকের জিনগত মাথায় চুল থাকে না কম থাকে এবং পরবর্তীতে সেই চুলে উঠে তাক হয়ে যায়। এ ধরনের জিনগত সমস্যা থাকলেও চুল পড়তে পারে।
গর্ভাবস্থায় মেয়েদের চুল ঝরে পড়ে। কারণ গরব অবস্থায় মেয়েদের অনেক হরমোনের পরিবর্তন হয় যার ফলে চুল ঝরে যায়।
এছাড়া মাথার ত্বকে কিংবা শরীরে আয়রন, জিংক, প্রোটিন, বিভিন্ন ভিটামিনের অভাব থাকলে চুল পড়ে যায়। অর্থাৎ ভিটামিনের ঘাটতির ফলে চুল দ্রুত ঝরে যেতে সাহায্য করে।
থাইরয়েডের সমস্যার কারণেও চুল পড়ে যায়। এছাড়া যাদের শরীরে রক্তের পরিমাণ কম এবং রক্ত উৎপাদনের জন্য মেডিসিন গ্রহণ করে থাকেন তাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া ঘন ঘন যারা চুলের কালার করেন এবং রিবন্ডিং করেন তাদের চুল ঝরে যেতে এবং চুলের আগা ফেটে যায় ফলে চুল পড়ে যায়। অতিরিক্ত হিট দেওয়ার ফলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যায়।
এছাড়া যাদের চুল পরিষ্কার থাকে না অনেকদিন পর পর শ্যাম্পু করা হয় এবং মাথার ত্বকে খুশকি ময়লা জমে চুল পড়ে যায়।
চুল পড়া বন্ধ করতে ঘরোয়া উপায়
চুল পড়া বন্ধ করতে ঘরোয়া উপায় ব্যবহার করা যেতেই পারে। বিশেষ করে মেয়েদের চুল পড়া বন্ধ করার তেল ব্যবহার করার পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ে যত্ন নিলে এবং কিছু পুষ্টিযুক্ত খাবার খাওয়ার ফলে চুল পড়া রোধ করা সম্ভব।
প্রথমত চুল পড়া রোধ করার জন্য খাবারের সাথে কিসমিস, কাজুবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, হানি নাট ইত্যাদি খেতে পারেন তবে পরিমাণে বেশি খাওয়া যাবেনা ওজন বাড়ার সম্ভাবনা থাকে।
ভিটামিন এর সমৃদ্ধ খাবার খাওয়া চুল পড়া রোধ করার আরেকটি ঘরোয়া উপায়। তবে ভিটামিন এ কোন খাবারগুলোতে আছে সে সকল খাবার খাওয়া দরকার যেমন বিভিন্ন সবুজ শাকসবজি, হলুদ সবজি, ফলমূল ইত্যাদি।
বিভিন্ন ধরনের মাছ যেগুলোতে বেশি প্রোটিন রয়েছে যেমন কই, টেংরা, ইলিশ, ছোট মাছ ইত্যাদি খাওয়ার ফলে চুল পড়া কমানো সম্ভব।
এছাড়া প্রতিদিন ডিম খাওয়া উচিত কারণ ডিমে প্রোটিন রয়েছে আর মাথার ত্বকের প্রোটিনের পরিমাণ কমে যাওয়ার ফলে চুল উঠে যায়। ডিমে ভিটামিন বি-১২ রয়েছে।

এছাড়া রয়েছে মুরগির মাংস, পুঁইশাক, টক দই, মালটা, লেবু, কমলা ইত্যাদি সকল কিছুতে প্রোটিন, ভিটামিন সি রয়েছে যা খেলে চুল পড়া কমানো সম্ভব। কারণ ভিটামিন সি এর অভাব হলে চুল কোঁকড়া হয়ে যায় এবং পড়ে যেতে থাকে। তাই ভিটামিন সি জাতীয় টক ফল খাওয়া অত্যন্ত জরুরী।
শেষ কথাঃ মেয়েদের চুল পড়া বন্ধের তেলের নাম
মেয়েদের চুল পড়ে যাওয়া দৈনন্দিন জীবনে খুবই মারাত্মক একটি ব্যাপার। চুল পড়ে যাওয়া নিয়ে ছেলে মেয়ে উভয় কমবেশি চিন্তা করে থাকেন। তবে ছেলেদের চুল পড়ে যাওয়াটা স্বাভাবিক কারণ তারা বাইরে চলাফেরা করে মাথার চুল ঢাকা থাকে না। কিন্তু মেয়েদের চুল পড়ে গেলে অনেক টেনশন হয়।
উপরোক্ত সকল আলোচনায় চুল পড়া বন্ধ করার বিভিন্ন তেলের এবং কার্যকরী পদ্ধতির কথা বলা হয়েছে যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং পদ্ধতি গুলো মেনে চলতে পারেন। নতুন চুল গজানোর জন্য অনেকেই ওষুধে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে ওষুধ খাওয়ার চাইতে কিছু নিয়ম মেনে চলা এবং খাওয়ার পদ্ধতি গুলো ঠিক রাখলে চুল পড়া বন্ধ করা অনেকটাই কমানো সম্ভব।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url