ভালো ওয়াইফাই কানেকশনের জন্য রাউটার চেনার উপায়

সূচিপত্রঃ ভালো ওয়াইফাই কানেকশনের জন্য রাউটার
- ভালো রাউটার চেনার উপায়
- কত mbps রাউটার ভালো
- বেশি এন্টেনা দেখে কি রাউটার কেনা উচিত
- কোন ব্র্যান্ডের রাউটার সবচাইতে ভালো
- ওয়াইফাই স্পিড কমার কারণ কি
- টিপি লিংক রাউটারের বৈশিষ্ট্য কি কি
- MESH টেকনোলজি দেখে ক্রয় করা
- LAN কানেকশনের প্রয়োজনীয়তা কি
- শেষ কথাঃ ভালো ওয়াইফাই কানেকশনের জন্য রাউটার
ভালো রাউটার চেনার উপায়
ভালো রাউটার চেনার উপায় না জানলে মার্কেটে কেনার সময় অনেক সমস্যায় পড়তে হয়। মার্কেটে অনেক ধরনের রাউটার রয়েছে সকল রাউটার চেনা সম্ভব নয়। তবে আজকে খুব সহজেই ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের দেশে ভালো ওয়াইফাই কানেকশন বলতে বুঝি বেশি mbps ফ্রিকোয়েন্সি রাউটার। মার্কেটে গেলে সাধারণত তিন ধরনের রাউটার দেখা যায়।
- সিঙ্গেল ব্যান্ড রাউটার
- ডুয়েল ব্যান্ড রাউটার
- ট্রাই ব্যান্ড রাউটার (wifi6)
সিঙ্গেল ব্যান্ড রাউটারের চাইতে ডুয়েল ব্যান্ড রাউটার ভালো সার্ভিস দিয়ে থাকে। উন্নত মানের ওয়াইফাই কানেকশন পাওয়ার জন্য ডুয়েল ব্যান্ডের রাউটার ব্যবহার করাই ভালো। ডুয়েল ব্যান্ড রাউটার কিনলে ফোন, ল্যাপটপ, ট্যাব, পিসি সকল কিছুতে ইন্টারনেট ব্যবহার করে শান্তি পাবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলে কানেকশনের সমস্যা দেখা দেয়।
আওো পড়ুনঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
ফলে আমাদের কাজের এবং মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাই ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করলে এ ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। সিঙ্গেল ব্যান্ডের রাউটারের চাইতে ডুয়েল ব্যান্ড রাউটারের ফ্রিকোয়েন্সি ৫GHZ এবং ৬০০Mbps যার সিঙ্গেল ব্যান্ড রাউটারের চাইতে অনেক গুনে বেশি ভালো সার্ভিস দিবে। তাই যাদের বাজেট নিয়ে কোন সমস্যা নাই তারা ওয়াইফাই ৬ রাউটার কিনতে পারেন।
কত mbps রাউটার ভালো
কত mbps রাউটার ভালো সেটা বলা সম্ভব আপনার ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তার উপর। একটা রাউটার দিয়ে আপনি কতজন ব্যবহার করতে চাচ্ছেন বা কি ধরনের কাজে ব্যবহার করতে চাচ্ছেন এ সকল কিছুর উপর নির্ভর করবে। যদি আপনি ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য রাউটার কিনতে চান অর্থাৎ ২-৩ টি মোবাইল বা ডিভাইস ব্যবহার করবেন এর জন্য ৫০ থেকে ১০০ এমবিপিএস রাউটার নিলে যথেষ্ট।

বেশি এন্টেনা দেখে কি রাউটার কেনা উচিত
অনেকের ধারণা বেশি এন্টেনা থাকলে ভালো সার্ভিস বা কানেকশন ভালো হবে। আপনারা হয়তো মনে করে থাকেন ইন্টারনেট ব্যবহার করতে কোন সমস্যা হবে না। এছাড়াও দোকানে গেলে তারা এভাবেই বুঝিয়ে থাকে তাই না ? কারণ বিক্রেতারা বুঝিয়ে থাকেন বেশি এন্টেনা থাকলে একঘর থেকে দুই-তিন ঘর পরে ব্যবহার করতে কোন সমস্যা হবে না। এ ধারণাটা ঠিক নয়।
বেশি এন্টেনা থাকলে সুবিধা হবে, একসাথে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা যাবে এবং ব্যান্ডউইথ ভালো পাওয়া যায়। ব্যান্ডউইথ হচ্ছে আপনারা যেমন mb কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেরকম এটি একটি প্রসেস। অর্থাৎ চারদিকে এন্টেনা থাকলে এর নেটওয়ার্ক টা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কভারেজ এরিয়া বেশি পাওয়া যায় না।
আওো পড়ুনঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট করা যায়
কভারেজ এরিয়া বেশি পাওয়ার জন্য অ্যান্টেনা গেইন দেখে কিনতে হবে। সাধারণত যে রাউটার গুলো ব্যবহার করা হয় সেগুলোর ডিবিআই ৫ হয়ে থাকে। কিন্তু ডিবিআই অনেক হয়ে থাকে যেমন dbi পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ এর চাইতে আরো বেশি। ডিবিআই যত বেশি নেবেন আপনি কভারেজ এরিয়া তত বেশি পাবেন। এ সকল কিছু না বুঝলেও রাউটার কেনার সময় রাউটার বক্সে সকল কিছু দেওয়া থাকে।
কোন ব্র্যান্ডের রাউটার সবচাইতে ভালো
কোন ব্র্যান্ডের রাউটার সবচাইতে ভালো এটি জানার আগে আপনার সকল ব্র্যান্ডগুলোর নাম অবশ্যই জানা দরকার। বেশিরভাগ মানুষ কম দামে ভালো ক্রয় করতে চাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে কম দামে ভালো কিছু পাওয়া গেলে মানুষ বেশি দামে জিনিস ক্রয় করে কেন? তবে এটা পুরাটাই আপনার নিজের উপর নির্ভর করবে আপনি কি ধরনের ইন্টারনেট ব্যবহার করবেন কোন কোন ডিভাইস ব্যবহার করবেন ইত্যাদি।
তবে হ্যাঁ কম দামে অনেক ভালো মানের রাউটার পাওয়া যায়। যেমন টিপি লিংক, ডি লিংক, টেন্ডা। অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাসা বাড়িতে পরিবারের তিন চারজনের জন্য যদি রাউটার কিনতে চান তাহলে এ সকল রাউটার ঠিক আছে। কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটি ফুল রাউটার কিনতে চান বা ভালো ইন্টারনেট কানেকশন এর প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আপনি asus রাউটার কিনতে পারেন।
আপনি যদি উন্নত মানের এবং একটু দামি রাউটার কিনতে চান তাহলে Asus, Netgear এগুলো ভালো ব্র্যান্ডের রাউটার। এগুলোর ওয়াইফাই কানেকশন অনেক উন্নত, নেট ব্যবহার করে খুবই আরাম পাবেন। তবে অন্যান্য যেগুলো আছে সেগুলো খারাপ না। সম্পূর্ণটাই আপনার ব্যবহারের উপর নির্ভর করবে।
ওয়াইফাই স্পিড কমার কারণ কি
টিপি লিংক রাউটারের বৈশিষ্ট্য কি কি
টিপি লিংক রাউটার বর্তমানে খুবই জনপ্রিয় একটি রাউটার। এই রাউটার দিয়ে উচ্চগতির ইন্টারনেট সুবিধা রয়েছে। এছাড়া যারা গেমিং পিসি ব্যবহার করেন অথবা বিভিন্ন ধরনের ডিভাইস ল্যাপটপ, এলইডি টিভি সকল কিছুই এই রাউটার দিয়ে চালানো সম্ভব। বর্তমান বাজারে টিপি লিংক রাউটার খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন টিপি লিংক রাউটারের কিছু জনপ্রিয় মডেল গুলো দেখে নেয়া যাক।
- TP-link Archer AX10 wifi6
- TP-Link Archer C80
- TP-LINK Deco X60
- TP-LINK TL-WR841N
- TP-LINK Archer A7
টিপি লিংক রাউটার ব্যবহার করে খুবই সুবিধা রয়েছে। এ রাউটার কেনার সময় অবশ্যই ডিবিআই বেশি দেখে কিনবেন।
MESH টেকনোলজি দেখে ক্রয় করা
যদি আপনি কোন অফিসে কাজ করেন বা ইন্টারনেটের কাজ করেন এবং একাধিক রাউটার কানেক্ট করার পসিবিলিটি রয়েছে তাহলে আপনি এই mesh টেকনোলজি দেখে ক্রয় করতে পারেন। তাহলে আপনি আপনার পুরো প্রতিষ্ঠান কিংবা বাসা কভারেজ করতে পারবেন। আপনি আপনি যদি শুধু বাসা বাড়িতে ব্যবহার করতে চান তাহলে এই টেকনোলজি দেখে না নিলেও চলবে।
আওো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা সম্পর্কে জানুন
একাধিক রাউটার কানেকশন প্রয়োজন হলে অবশ্যই মিস টেকনোলজি দেখে ক্রয় করতে হবে । কারণ এই mesh টেকনোলজি ব্যবহার করার ফলে বড় জায়গা কভার করার ক্যাপাবিলিটি রয়েছে। তাই অনেক বড় এরিয়া কাভার করার জন্য আপনাকে mesh টেকনোলজি রাউটার দেখে ক্রয় করতে হবে।
LAN কানেকশনের প্রয়োজনীয়তা কি
লাইন কানেকশন এর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। লাইন কানেকশন ছাড়া আপনি যদি একটা রাউটার দিয়ে টিভি, ল্যাপটপ, পিসি এবং অন্যান্য ইন্টারনেট বেজ ডিভাইস ব্যবহার করতে চান তাহলে কিন্তু রাউটার অনেক স্লো হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে চলবে না। তাই এ সমস্যা সমাধানের জন্য আপনাকে LAN কানেকশন নিতে হবে এই কানেকশন সাধারণত রাউটারের পিছনে থাকে।
যেগুলোকে পোর্ট বলা হয়। আপনি যদি রাউটার দিয়ে অনেকগুলো ডিভাইস যুক্ত করতে চান তাহলে অবশ্যই রাউটারের পিছনে ল্যান পোর্ট দেখে ক্রয় করবেন। যতগুলো ডিভাইস কানেকশন দিবেন ততগুলো ল্যান পোর্ট দেখে নেবেন।
শেষ কথাঃ ভালো ওয়াইফাই কানেকশনের জন্য রাউটার
আজকের পোস্টটি ভালো ওয়াইফাই কানেকশনের জন্য কি ধরনের রাউটার ব্যবহার করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। যারা বাসাবাড়ির জন্য, কোন প্রতিষ্ঠানের জন্য, অফিসে রাউটার ব্যবহার করতে চান তাদের সর্বপ্রথম যেটা নির্ধারণ করতে হবে একটা রাউটার দিয়ে কতজন ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনারা রাউটার পছন্দ করতে পারেন। তবে সর্বক্ষেত্রে ডুয়েল ব্যান্ড রাউটার ক্রয় করবেন।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url