পডকাস্ট থেকে অর্থ উপার্জন করার ৮ পদ্ধতি সম্পর্কে জানুন

পডকাস্ট থেকে অর্থ উপার্জন করা ভালো একটি উদ্যোগ বলা যেতে পারে। পডকাস্টের অনেক বিষয় আছে যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিনোদন, গল্প, জীবন ধারা ইত্যাদি নিয়ে কাজ করা। পডকাস্ট নিয়ে কাজ করা সহজ কারণ নির্দিষ্ট ভাবে সময় নির্ধারণ করা থাকে না। 
পডকাস্ট-থেকে-অর্থ-উপার্জন-করাপডকাস্ট নিয়ে কাজ করলে সামাজিকভাবে যোগাযোগ করার জন্য আপনি খুবই দক্ষ হয়ে উঠবেন। পডকাস্ট নিয়ে তাদের কাজ করা উচিত যারা কথা বলতে এবং গল্প বলতে ভালো পারে এবং মানুষকে রিয়েলিটি বোঝানোর ক্ষমতা থাকে।

সূচিপত্রঃ পডকাস্ট থেকে অর্থ উপার্জন করার পদ্ধতি

পডকাস্ট থেকে অর্থ উপার্জনের ৮ পদ্ধতি

পডকাস্ট করে অনেক ভাবে আপনি ইনকাম করতে পারেন। যদি যথাযথ নিয়ম এবং ধৈর্য সহকারে সিরিজ তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন। কাজের নিয়মানুবর্তিতা থাকতে হবে। চলুন পডকাস্ট করে ইনকামের পদ্ধতি গুলো কি কি জানা যাক। 

পডকাস্ট এর মাধ্যমে স্পন্সরশিপ করে ইনকাম

পডকাস্ট এ বিভিন্ন কোম্পানির পণ্যের স্পন্সর করে ইনকাম করা যায়। যখন আপনি ব্রডকাস্ট সিরিজ পাবলিস্ট করবেন তখন সেখানে কোন কোম্পানির পণ্যের স্পন্সরশিপ বিজ্ঞাপন অন্তর্ভুক্ত করতে পারেন যেন আপনার সকল শ্রোতারা এ কোম্পানির পণ্য সম্বন্ধে জানতে পারে। 

ব্রডকাস্ট এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় পডকাস্ট থেকে। যেমন কোন একটা কোম্পানির প্রোডাক্ট সেলের এফিলিয়েট লিংক শ্রোতাদের সাথে শেয়ার করবেন সেখান থেকে শ্রোতারা কোন পণ্য ক্রয় করলে সে কোম্পানি থেকে আপনি কমিশন পাবেন।

আরো পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম জনপ্রিয় ১৭ টি অ্যাপস

পডকাস্ট এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ইনকাম 

যখন পডকাস্ট রেকর্ডিং করা হবে, রেকর্ডিং এর শুরুতে শেষে অথবা মাঝে কোন একটি বিজ্ঞাপন যোগ করতে পারেন এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন পডকাস্ট এ বিজ্ঞাপন দেওয়ার জন্য জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপন নেটওয়ার্ক হচ্ছে anchor, podbean sponsorship

পডকাস্ট ইউটিউব ফেসবুক চ্যানেলে প্রচার করে ইনকাম 

আপনি যে বিষয় নিয়ে পডকাস্ট করছেন সেই পডকাস্ট আপনি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পাবলিস্ট করতে পারেন। এবং সেখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমানে ফেসবুক এবং ইউটিউব থেকে লাখো মানুষ কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছে। 

নিজস্ব ওয়েবসাইট থেকে ইনকাম 

বর্তমানে ওয়েব অনেক ওয়েবসাইট তৈরি করেছে। প্লে স্টোর থেকে এরকম একটি ব্লগ ব্লগ ওয়েবসাইট নামিয়ে সেখানে ডোমেন এবং হোস্টিং এড করতে পারেন। তারপরে আপনি সেখানে প্রতিনিয়ত আপনার নিজস্ব ওয়েবসাইটে ব্রডকাস্ট অডিও আপলোড করে ইনকাম করতে পারেন। তবে অতি সহজে ইনকাম হবে না কারণ এর জন্য আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে এবং নিয়মিত পডকাস্ট অডিও আপলোড করতে হবে। এরপর গুগল থেকে মনিটাইজেশন এর মাধ্যমে আপনার ইনকাম শুরু হবে।

পডকাস্ট এর মাধ্যমে প্রমোশনাল মার্কেটিং করে ইনকাম 

আপনি যখন পডকাস্ট করে একটু অভিজ্ঞতা অর্জন করবেন যখন লোকজন আপনাকে ভালোভাবে চিনতে পারবে এবং আপনার পডকাস্ট বিষয় সম্পর্কে আগ্রহী হবে তখন আপনাকে অনেক কোম্পানি  বা ওয়েবসাইট তাদের ওয়েবসাইটের জন্য প্রমোশন করতে বলবে। চাইলে আপনি তাদের ওয়েবসাইটের প্রমোশন করে দিয়ে তাদের কাছ থেকে আপনি ভালো এমাউন্ট পাবেন।
পডকাস্ট-থেকে-অর্থ-উপার্জন-করা

ব্র্যান্ড পার্টনার করে ইনকাম

পডকাস্ট থেকে অর্থ উপার্জন করার আরেকটি উপায় হচ্ছে ব্র্যান্ডের পার্টনারশিপ। কোন একটা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের সকল প্রোডাক্ট বা পণ্য নিয়ে চাইলে আপনি কাজ করতে পারেন। তাদের পণ্য এবং আপনার মেধা দিয়ে আপনি পডকাস্ট থেকে অর্ধ উপার্জন করতে পারবেন।

আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

পডকাস্ট নেটওয়ার্কে যোগদান করে ইনকাম

পডকাস্টের নেটওয়ার্কের সাথে যোগদান করে ইনকামের উৎস তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার পডকাস্টের বিষয় বস্তু ভালোভাবে শ্রোতার কাছে পৌঁছে দিতে হবে এবং মানসম্মত অডিও তৈরি করতে হবে এছাড়া আপনার শ্রোতার সংখ্যা বেশি হলে পডকাস্ট নেটওয়ার্কের কাছে আবেদন করা আপনার জন্য সহজ হবে।

পডকাস্ট বলতে কি বুঝি 

পডকাস্ট বলতে বুঝি কোন একটা অডিও ফাইল অবসর সময়ে শোনার জন্য ফোনে কিংবা ল্যাপটপে ডাউনলোড করা। পডকাস্ট মূলত রেডিও সিস্টেমকে বলা হয়। অর্থাৎ রেডিওতে কোন একটি অনুষ্ঠান বা অডিও সিরিজ আকারে প্রকাশিত হলে তাকেই পডকাস্ট বলা হয়। 

অনেক সময় ইউটিউবে এমন ভিডিও দেখা যায় যারা মুখের সামনে মাইক্রোফোন নিয়ে কথা বলে কোন একটি ওয়েব সিরিজ বা ঘটনা বা কারো জীবন বৃত্তান্ত রেকর্ডিং করে বলছে।  এ ধরনের সিস্টেমকেই পডকাস্ট বলা হয়। পডকাস্টের সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে এফ এম রেডিও অথবা রেডিও পূর্তিতে ভূত এফ এম প্রতি শুক্রবার পাবলিস্ট করা হয়। বর্তমানে এমন জনপ্রিয় একটি সিরিজ নিয়ে আলোচনা করে RJ কিবরিয়া

পডকাস্টের বৈশিষ্ট্য গুলো কি কি 

পডকাস্টের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে, যে কোন একটা ওয়েব সিরিজ বা ঘটনা ইচ্ছামত ইন্টারনেট থেকে ডাউনলোড করে শোনা যায়।

  • এছাড়া অনেক পডকাস্ট আছে যেগুলো ধারাবাহিক সিরিজ থাকে এবং ধারাবাহিকভাবে ডাউনলোড করে শোনা যায়।
  • নির্দিষ্ট একটি বিষয় নিয়ে পডকাস্ট তৈরি করা যায়।
  • পডকাস্ট অডিও আকার প্রকাশ করার নিয়ম থাকলেও বর্তমানে এখন ভিডিও আকারেও প্রকাশ করা যায়। 
  • পডকাস্ট এর বিষয় গুলো খুবই আত্মকেন্দ্রিক এবং ইমোশনাল হয়ে থাকে। যেগুলো শুনলে মন উৎফুল্ল রাখা যায়।

পডকাস্ট এর উদাহরণ সমূহ 

পডকাস্ট বিভিন্নভাবে পাবলিস্ট করা হয়। বিভিন্ন বিষয় বা টপিক নিয়ে পডকাস্ট সিরিজ বের হয়। পডকাস্ট এর উদাহরণ গুলো নিচে দেওয়া হল। 

আরো পড়ুনঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা ১০ টি টিপস

  • মোটিভেশনাল পডকাস্ট
  • জীবন বৃত্তান্ত মুলক 
  • ইন্টারভিউ 
  • বিনোদনমূলক 
  • শিক্ষামূলক 
  • প্রযুক্তি বিষয়ক 
  • স্বাস্থ্য বিষয়ক 
  • রোমাঞ্চকর 
  • গল্প বলার 

পডকাস্ট শুরু করার ধাপ 

পডকাস্ট শুরু করার অনেক ধাপ রয়েছে। তবে আপনাকে নির্দিষ্ট ভাবে যেকোনো একটি ধাপ বেছে নিতে হবে। উপরে উল্লেখিত পডকাস্ট এর বিষয়বস্তু গুলো থেকে যেকোনো একটি বিষয় পছন্দ করে আপনি পডকাস্ট শুরু করতে পারেন। এমন বিষয় নিয়ে পডকাস্ট শুরু করতে হবে যেন সেই পডকাস্ট সোনার জন্য শ্রোতা থাকে। টার্গেট শ্রোতাকে লক্ষ্য রেখে পডকাস্টের বিষয়বস্তু বাছাই করতে হবে।

নির্দিষ্ট একটি সময় প্ল্যান তৈরি করতে হবে অর্থাৎ আপনার পডকাস্ট আপনি কতদিন পর পর পাবলিস্ট করতে চাচ্ছেন, হতে পারে মাসিক কিংবা সাপ্তাহিক। একটি সিরিজের দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে। একটি পডকাস্ট পাবলিস্ট করার আগে নির্দিষ্ট একটি দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে। হতে পারে ৩০ মিনিট, ১ ঘন্টা, ১ ঘন্টা ৩০ মিনিট ইত্যাদি।
পডকাস্ট-থেকে-অর্থ-উপার্জন-করারেকর্ডিং এর জন্য আপনাকে ভালো মানের মাইক্রোফোন, হেডফোন, স্পিকার সংগ্রহ করতে হবে। রেকর্ডিং সফটওয়্যার থাকতে হবে যেমন এডোবি অডিশন, গ্যারেজ ব্যান্ড, অডিসিটি ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। রেকর্ডিং এর জন্য নির্দিষ্ট একটি রুম বা নিরিবিলি পরিবেশ তৈরি করতে হবে।

আরো পড়ুনঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা 

পডকাস্ট থেকে অর্থ উপার্জন করা ও পডকাস্ট তৈরি করে আপনি আপনার ফ্রেন্ডের সাথে সেটি শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়। আপনার পডকাস্টের প্রমোশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হবে সে ওয়েবসাইটের কভার ফটো এবং লোগো আকর্ষণীয় করে সাজাতে হবে। 

পডকাস্ট শুরু করার অনেক ধাপ রয়েছে তার মধ্যে আপনি আপনার পডকাস্ট গুলো একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে আরম্ভ করতে পারেন। এছাড়াও আপনি ফেসবুকে একটি পেজ খুলে সেখানে পডকাস্ট শুরু করতে পারেন। তবে সবচাইতে ভালো পদ্ধতি হলো নিজে একটি ওয়েবসাইট খুলে সেখানে পডকাস্ট শুরু করা।

যে সকল ইন্টারনেট প্লাটফর্মে পডকাস্ট পাওয়া যায় 

যে সকল ইন্টারনেট প্ল্যাটফর্ম গুলোতে পডকাস্ট সার্চ করলে পাওয়া যায় সেগুলো নিচে দেওয়া হল। 

রেকর্ডিং সফটওয়্যার এর প্রয়োজন আছে এর জন্য

  • Apple podcast 
  • Google podcast 
  • Anchor 
  • Spotify 
  • Amazon music 
  • Stitcher 
  • Pocket casts
  • Audible 
  • Castbox 
  • Tuneln
  • Overcast 
  • Podbean
  • Himalaya 

শেষ কথাঃ পডকাস্ট থেকে অর্থ উপার্জনের উপায় 

পডকাস্ট বিষয়টা হয়তো অনেকেরই অজানা। তবে আশা করছি উপরোক্ত সকল আলোচনা সাপেক্ষে আপনাদের পডকাস্ট সম্পর্কে সকল ধারণা পেয়েছেন। পডকাস্ট থেকে অর্থ উপার্জন করা ও এধরনের অনলাইন ইনকাম বিষয়ক আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং আপনার কাঙ্ক্ষিত মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url