২০২৫ সালে সবচেয়ে ভালো আইপিএস চেনার উপায় ও দাম
সূচিপত্রঃ ২০২৫ সালের সবচেয়ে ভালো আইপিএস
- ভালো আইপিএস চেনার উপায়
- ২০২৫ সালের সবচেয়ে ভালো আইপিএস কোনগুলো
- রহিম আফরোজ আইপিএস জনপ্রিয় কেন
- আই পি এস এর কার্যক্ষমতা কত
- টিভি ফ্রিজ চালানোর জন্য কত ওয়াটের আইপিএস প্রয়োজন
- ২০২৫ সালের জনপ্রিয় আই পি এস এর মডেল ও দাম
- আই পি এস এর ব্যাটারির দাম কত
- আইপিএস এর বিদ্যুৎ খরচ কত
- শেষ কথাঃ সবচেয়ে ভালো আইপিএস চেনার উপায়
ভালো আইপিএস চেনার উপায়
ভালো আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই কেনার সময় কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত। একটি ভাল আইপিএস চেনার জন্য আপনাকে আই পি এস এর ওয়াট, ব্যাটারি এবং ভালো ব্র্যান্ড, ইনভার্টার দেখে নির্বাচন করা উচিত। যদি ৫০০ ওয়াটের আইপিএস ব্যবহার করতে চান তাহলে এটি দিয়ে সর্বোচ্চ তিনটি ফ্যান এবং ছয়টি লাইট চালানো সম্ভব।
ভালো মানের ব্যাটারি দেখে আইপিএস নিলে সেটি টেকসই এবং আইপিএস চালানোর জন্য উপযুক্ত হবে। আর ব্র্যান্ডের দিক নির্বাচন করতে চাইলে অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে আইপিএস নেওয়া উচিত। কারণ ভালো ব্র্যান্ডের আইপিএস না নিলে সেটি বেশিদিন টেকসই হয় না। তাই বিশ্বস্ত ব্র্যান্ড, ওয়ারেন্টি নিশ্চিত রয়েছে সেগুলো আই পি এস নির্বাচন করা উচিত।
ভালো ইনভার্টার দেখে আই পি এস ক্রয় করলে লোডশেডিং এর সময় আইপিএস ব্যবহার করলে ইলেকট্রনিক্স ডিভাইস এর জন্য নিরাপদ হয়। পিওর সাইন ওয়েব ইনভার্টার যুক্ত আই পি এস পছন্দ করা উচিত। এবং বিদ্যুৎ অপচয় কম হয়। আই পি এস চেনার আরেকটি ভালো উপায় হচ্ছে আপনার পরিচিতদের কেউ আইপিএস ব্যবহার করলে তাদের সাথে আলাপ আলোচনা করে ক্রয় করা।
আরো পড়ুনঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট করা যায়
কারণ ইলেকট্রিক জিনিস যত দাম দিয়েই কেনেন এটি নির্ভর করে ব্যবহারের উপর আবার অনেক ক্ষেত্রে অনেক দাম দিয়ে কিনেও সেটি বেশিদিন টেকসই হয় না। যদি আপনার এরকম কোন পরিচিত থাকে যারা বাসায় কিংবা অফিসে আইপিএস ব্যবহার করছে এবং সেটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে সে রকম আইডিয়া নিয়ে আপনি আইপিএস কিনতে পারেন।
২০২৫ সালে সবচেয়ে ভালো আইপিএস কোনগুলো
সবচেয়ে ভালো আইপিএস কোনগুলো এ ব্যাপারে আপনি মার্কেটে ইলেকট্রনিক্সের দোকান গুলোর সাথে যোগাযোগ করলে ভালো বুঝতে পারবেন। তবে অনেক বিক্রেতা আছে যারা খারাপ জিনিস দিয়ে মানুষকে প্রতারিত করে থাকে। পরিচিত কোন ইলেকট্রনিক্সের দোকান থাকলে সেখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন।
বর্তমানে আমাদের দেশে অনেক ব্র্যান্ডের এবং কোম্পানির আইপিএস পাওয়া যাচ্ছে যেগুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে সঠিকভাবে যাচাই করে না নিলে লোডশেডিং এর সময় ভালো সার্ভিস নাও পেতে পারেন। চলুন কয়েকটি ভালো আই পি এস এর মডেল সহ নাম জেনে নেয়া যাক।
- হামকো কম্ব ১২০০ পিওর সাইন ওয়েব আই পি এস
- হামকো পিওর সাইন ওয়েভ আইপিএস
- লুমিনাস অপটিমাস ১২৫০ পিওর সাইন ওয়েভ ইনভার্টার
- লুমিনাস ইকো ওয়াট নিউ ৭০০ ১২v আইপিএস ইনভার্টার
- লুমিনিয়াস এনএক্সজি ১৪৫০ ১২ ভোল্ট সোলার হাইব্রিড আইপিএস
- রহিম আফরোজ পাওয়ার প্যাক ১১০০ ভি এ আই পি এস
- রহিম আফরোজ মডিফাইড সিরিজ আইপিএল আই পি এস
- ওয়ালটন ডিজিটাল আইপিএস
- ওয়ালটন সাইন ওয়েব আইপিএস
- নাভানা আইপিএস
- সিঙ্গার আইপিএস
- ফিলিপ্স আইপিএস
- পাওয়ার প্যাক আইপিএস
- পার প্যাক পিও র সাইন ওয়েভ আইপিএস
- গাজী পিওর সাইন ওয়েভ আইপিএস
- গাজী ইকো সিরিজ আইপিএস
- সুকাম পিওর সাইন ওয়েব সিরিজ (আন্তর্জাতিক আইপিএস ব্র্যান্ড)
- সুকাম ব্রেইনি ইকো (আন্তর্জাতিক আইপিএস ব্যান্ড)
- এপিসি স্মার্ট ইউপিএস সিরিজ (আন্তর্জাতিক আইপিএস ব্র্যান্ড)
- এক্সাইট সোলার হাইব্রিড আইপিএস (আন্তর্জাতিক আইপিএস ব্যান্ড)
- ডেল্টা সোলার হাইব্রিড আইপিএস (আন্তর্জাতিক আইপিএস ব্যান্ড)
- ভি গার্ড সাইন ওয়েভ সিরিজ
- ব্লু বার্ড হাই আফিশিয়েন্সি আইপিএস
- জেনাস ইনভোম্যাক্স সিরিজ আইপিএস
রহিম আফরোজ আইপিএস জনপ্রিয় কেন
রহিম আফরোজ আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বাংলাদেশের অন্যান্য ব্রান্ডের আইপিএস এর মধ্যে অন্যতম। বাংলাদেশের বেশিরভাগই মানুষ আইপিএস ব্যবহার করে থাকেন। এর কার্যক্ষমতা, পাওয়ার সাপ্লাই খুবই উন্নত। রহিম আফরোজ কোম্পানির সকল পণ্য আন্তর্জাতিক মানসম্মত ও আইএসও সার্টিফাইড।
আরো পড়ুনঃ ভালো ওয়াইফাই কানেকশনের জন্য রাউটার চেনার উপায়
এর ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চার্জ প্রদান করে, প্রতিদিনের লোডশেডিং এ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। প্রায় অনেক ঘন্টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে এছাড়া এ কোম্পানিতে ৩০০, ৫০০, ৮০০, ১২০০, ১৫০০ বিভিন্ন ক্ষমতার আইপিএস সরবরাহ করে থাকে। এ কোম্পানির আইপিএস এর বিভিন্ন পার্টসগুলো ছোট বড় সকল শহরে পাওয়া যায়।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসা বাড়িতে রহিম আফরোজ আইপিএস ব্যবহার করে থাকে। এর বিদ্যুৎ খরচে কম হয়। ব্যাটারির কার্যক্ষমতা অনেক বেশি এবং বিভিন্ন দামের পাওয়া যায়। মানুষের চাহিদা অনুযায়ী আইপিএস কেনা সম্ভব এই কোম্পানি থেকে।
মডেল | ক্ষমতা-VA | দাম |
---|---|---|
রহিম আফরোজ পাওয়ার প্যাক ২৮০ | ২৮০ VA | ৩৩,৯০০ টাকা |
রহিম আফরোজ পাওয়ার প্যাক ৫০০ | ৫০০ VA | ৪৯,২০০ টাকা |
রহিম আফরোজ পাওয়ার প্যাক ৭০০ | ৭০০ VA | ৫৮,৮০০ টাকা |
রহিম আফরোজ পাওয়ার প্যাক ৯০০ | ৯০০ VA | ৬৮,৫০০ টাকা |
রহিম আফরোজ পাওয়ার প্যাক ১২০০ | ১২০০ VA | ৭৮,২০০ টাকা |
আই পি এস এর কার্যক্ষমতা কত
প্রত্যেকটি আইপিএস এর কার্যক্ষমতা রয়েছে। আইপিএস কত ওয়াটের হলে কি কি ইলেকট্রনিক্স ফ্যান লাইট অথবা অন্য ডিভাইস চালানো যাবে এ সম্পর্কে আপনারা অনেকেই অবগত। যেহেতু বিদ্যুৎ হীনতায় আমরা একটা সেকেন্ড পার করতে পারিনা তাই ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এর কার্যক্ষমতা সম্পর্কে জানা উচিত।
৪০০ ওয়াটের আইপিএস এ দুইটি ফ্যান, ৪-৫ টি এলইডি লাইট চালানো সম্ভব। এর বেশি হলে লোড নেয়া সম্ভব হবে না। ৮০০ ওয়াটের আইপিএস এ তিনটি ফ্যান, ৫-৬ টি ৭০ ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা যাবে। ১০০০ ওয়াটের আইপিএস নিলে ৪-৫ ফ্যান, ৮-৯ টি ১০০ ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা যাবে। ১৫০০ ওয়াটের আইপিএস এ পাঁচটি ফ্যান ও ১২০ ওয়াটের ১২ থেকে ১৪ টি এলইডি লাইট ব্যবহার করা যাবে।
আই পি এস এর কার্যক্ষমতা বিদ্যুতের লোডের ওপর নির্ভর করবে। লোডশেডিং যদি অনেকক্ষণ হয় দেখা যাচ্ছে ৭-৮ ঘন্টা তাহলে একটা আইপিএস এর পক্ষে ফ্যান এবং লাইট চালানো সম্ভব নয়। অতিরিক্ত লোডশেডিং হলে বা অনেকক্ষণ যাবত বিদ্যুৎ না থাকলে শুধু লাইট চালানোর চেষ্টা করবেন ফ্যান যত কম চালানো যায় ততই ভালো।
টিভি ফ্রিজ চালানোর জন্য কত ওয়াটের আইপিএস প্রয়োজন
অনেকেই আছেন যারা আইপিএস দিয়ে টিভি, ফ্রিজ এবং অন্যান্য বিদ্যুৎ লোডেড ডিভাইস চালাতে চান তারা ৪০০-৮০০-১০০০ কিংবা ১৫০০ ওয়াটের আইপিএস ব্যবহার করলে চলবে না। এর জন্য আপনাকে ১৫০০ ওয়াটের বেশি আইপিএস ব্যবহার করতে হবে। বেশি লোড চালানোর জন্য বেশি ওয়াটের আইপিএস নিতে হবে।
আই পি এস দিয়ে বেশি লোড চালাতে চাইলে অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডের আইপিএস পছন্দ করতে হবে। এবং এর খরচ বেশি পড়বে তাই যারা আপনারা একটু ভালো মানের এবং বেশি লোড চালাতে চান তারা অবশ্যই একটু দামি দেখে ভালো ব্র্যান্ডের আইপিএস ক্রয় করার চেষ্টা করবেন। ব্যাটারির ধরন এবং মেয়াদ আইপিএস এর পারফরমেন্সের উপর প্রভাব পড়বে।
২০২৫ সালে জনপ্রিয় আই পি এস এর মডেল ও দাম
বর্তমানে বাংলাদেশের মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের আইপিএস পাওয়া যাচ্ছে। আপনারা যখন বাসাবাড়ি অথবা কোন প্রতিষ্ঠানের জন্য আই পি এস কিনতে যাবেন তখন অবশ্যই যাওয়ার আগে বিভিন্ন ধরনের আইপিএস সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে যাবেন। অন্যথায় আপনি অনেক টেনশনে বা ডিসিশনহীনতায় ভোগতে পারেন।
আরো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা সম্পর্কে জানুন
প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইসের দাম এবং কোয়ালিটি সম্পর্কে গুগলে সার্চ করলে সকল কিছু তথ্য আপনি জানতে পারবেন। চলুন কয়েকটি ভালো মানের আইপিএস এর মডেল এবং দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি।
- Walton wvp – SG 15=১২০০ টাকা
- Walton wbs -1000 SD=৪৭০০ টাকা
- Singer 740 =৩৯০০ টাকা
- Luminous Eco watt Neo 1250 square wave=১২,৫০০ টাকা
- Luminous Eco what new 700 12v=৭,২০০ টাকা
- Hamko HPD 80AH=১১,৪৫০ টাকা
- Rimso 6RBT 125AH=১৪,৫০০ টাকা
- Rahimafroz power pack 280=৩৩৯০০ টাকা
উপরে উল্লেখিত সকল আইপিএস এর দাম সময়ের সাথে পরিবর্তন শীল। কারণ এ সকল জিনিসের দাম সময়ের সাথে এবং উৎপাদনের হারের সাথে ওঠানামা করে। তাই আনুমানিক উপরোক্ত দামের তালিকা অনুযায়ী ধারণা নিয়ে আপনারা মার্কেটে আইপিএস ক্রয় করতে পারেন।
আই পি এস এর ব্যাটারির দাম কত
আইপিএস এর বিদ্যুৎ খরচ কত
Ips এর বিদ্যুৎ খরচ নির্ভর করে এর ব্যবহার, ক্ষমতা, ইনভার্টার, ব্যাটারি ধরণের উপর। আইপিএস এর বিদ্যুৎ খরচ দুইভাবে হয়ে থাকে অর্থাৎ বিদ্যুৎ থাকাকালীন সময়ে আইপিএস এর ব্যাটারিতে চার্জ হওয়ার সময় এবং বিদ্যুৎ চলে গেলে অর্থাৎ লোডশেডিং এর সময় আইপিএস থেকে যে শক্তি নির্গত হয় সে সময়। চলুন বিভিন্ন আইপিএস এর বিদ্যুৎ খরচ সম্পর্কে জানা যাক।
১০০ VA আইপিএস এর বিদ্যুৎ খরচঃ এই ওয়াটের আই পি এস সাধারণত কম লোড নেয়ার জন্য ব্যবহার করা হয়। একটি ফ্যান ৫০ ওয়াটের এবং দুইটি এলইডি লাইট ১০ ওয়াট দৈনিক ১.১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ব্যাটারি রেজুলেশন ১২ ভোল্ট এবং ৭৫ এম্পিয়ার হলে ও চার্জিং সময়ে ৭- ৮ ঘন্টা। বিদ্যুৎ না থাকলে চার ঘন্টা সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেক মাসে বিদ্যুৎ খরচ হবে ৩৩২ টাকা
৫০০ VA আইপিএস এর বিদ্যুৎ খরচঃ এর খরচ নির্ভর করে কয়টা ফ্যান এবং লাইট ব্যাটারির ক্ষমতা চার্জিং এর সময় ব্যবহারের উপর গড় খরচ নির্ভর হয়। ২টি ফ্যান ১৫০ ওয়াট অর্থাৎ ৭৫ ওয়াট করে, ৩ এলইডি লাইট প্রত্যেকটি লাইট দশ ওয়াটের দৈনিক বিদ্যুৎ খরচ ইউনিট প্রতি ২.৭৯। ব্যাটারি ১২ ভোল্টের এবং ১৫০ এম্পিয়ার হয়ে থাকে তাহলে প্রতি ইউনিটের মূল্য ৮ টাকা। মাসিক বিদ্যুৎ খরচ ৬৭০ টাকা।
৮০০ VA আই পি এস এর বিদ্যুৎ খরচঃ এ ধরনের আই পি এস এ দৈনিক ৩ টি ফ্যান এবং ২টি লাইট জ্বললে এবং ৮ থেকে ১০ ঘন্টার চার্জ হলে দৈনিক প্রায় বিদ্যুৎ খরচ ২-৩ ইউনিট। মাসিক বিদ্যুৎ বিল খরচ হয়ে থাকে প্রায় ৯৮০ টাকা। তবে সঠিক ব্যবস্থাপনা, সাবধানতা, সাশ্রয়ীভাবের বিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেক অংশে কম হবে।
শেষ কথাঃ সবচেয়ে ভালো আইপিএস চেনার উপায়
আশা করি উপরোক্ত আলোচনা সাপেক্ষে আপনারা ভাল আইপিএস এবং আইপিএসের সকল ধরনের রেজুলেশন সম্পর্কে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। যারা বাসাবাড়ি কিংবা অফিসের জন্য আইপিএস ক্রয় করতে চান তারা সকল বিষয়ে ভালোভাবে জেনে তার পরে যাবেন তাহলে বিক্রেতারা আপনাকে কোনভাবেই বিভ্রান্তিতে ফেলতে পারবে না। ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ হীনতায় এবং লোডশেডিং এর সময় আমাদের অনেক সাহায্য করে।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url