প্রতিদিন টক দই খাওয়ার বিস্ময়কর উপকারিতা ও সতর্কতা







প্রতিদিন টক দই খাওয়ার বিস্ময়কর উপকারিতা রয়েছে। টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এর পরিমাণ বেশি রয়েছে ফলে এটি হার্টের বিভিন্ন সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে। 

প্রতিদিন-টক-দই-খাওয়া

টক দই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই এটি প্রতিদিন খেলে আমাদের খাবার দ্রুত হজম করতে সহায়তা করে এবং হার্টকে মজবুত করে। যারা টক দই খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান তারা আজকের পোস্টটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিস্তারিত পড়ুন। 

সূচিপত্রঃ প্রতিদিন টক দই খাওয়ার বিস্ময়কর উপকারিতা 

প্রতিদিন টক দই খাওয়ার উপকারিতা 

প্রতিদিন টক দই খাওয়ার উপকারিতা আমরা অনেকেই জানিনা। না জেনেই আমরা টক দই খেয়ে থাকি কিন্তু এটি খাওয়ার ফলে যে আমাদের কি কি উপকার হয়ে থাকে তা আজকে আপনাদের আমি জানাতে চলেছি। চলুন টক আমাদের শরীরে কি কি কার্যকারিতা বৃদ্ধি করে এবং আমাদের উপকার করে তা নিচে আলোচনা করা যাক। 

হজম শক্তি বৃদ্ধিতেঃ হজম শক্তি বৃদ্ধিতে টকদই খুবই উপকারী। আমরা খাওয়ার পরে যদি প্রতিদিন দুই থেকে তিন চা চামচ টক দই খাই তাহলে খাবার দ্রুত হজম হয়। কোষ্ঠকাঠিন্য এবং এসিডিটির সমস্যা দূর করে টক দই। টক দই প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকার ফলে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। 

হাড় ও দাঁতের উপকারিতাঃ ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড়ে এবং জয়েন্টে ব্যথা করে। যেহেতু টক দই ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে তাই এটি খেলে হাড় ও দাঁতকে শক্তিশালী করে।

ওজন নিয়ন্ত্রণেঃ ওজন নিয়ন্ত্রণে অর্থাৎ টক দই খাওয়ার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমায় ফলে ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। যে সকল খাবারে প্রোটিন এবং ক্যালরি বেশি থাকে সে সকল খাবার খেলে ক্ষুধা কম লাগে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করেঃ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে টক দই। রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে টক দই দ্রুত সহায়তা করে। হৃদরোগের ঝুঁকি কমাতে টক দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কামরাঙ্গা খাওয়ার উপকারিতা ও কিছু সতর্কতা

স্ট্রেস কমাতেঃ টক দই থাকা প্রোবায়োটিক ফর্মুলা মানুষের অতিরিক্ত মানসিক চাপ কমাতে সহায়তা করে। যারা অতিরিক্ত মানসিক চাপে থাকেন তারা টক দই খেতে পারেন। কারণ টক দই অতিরিক্ত স্ট্রেস কমাতে দ্রুত সহায়তা করে। 

রোগ জীবাণু ধ্বংস করতেঃ টক দই এ ল্যাক্টিক অ্যাসিড রয়েছে তাই এটি রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে ফলে শরীর বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে সুস্থতা লাভ করে।

শর্করা নিয়ন্ত্রণেঃ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য টক দই খুবই উপকারী। অতিরিক্ত শর্করার ফলে যেহেতু ডায়াবেটিস রোগ হয়। তাই শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে টক দই খুবই সাহায্য করে থাকে। 

রক্তচাপ নিয়ন্ত্রণেঃরক্তচাপ নিয়ন্ত্রণে টক দই খুব উপকারী। টক দই রয়েছে পটাশিয়াম তাই এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। যারা অতিরিক্ত রক্ত চাপ বা হাই প্রেসার রোগী তারা প্রতিদিন খাবার তালিকায় টক দই রাখতে পারেন।

খালি পেটে প্রতিদিন টক দই খেলে কি হয় 

খালি পেটে প্রতিদিন টক দই খেলে কি হয় এ সম্পর্কে যারা জানেনা তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো। টক দই যেহেতু ফসফরাস, পটাশিয়াম ক্যালসিয়াম থাকার ফলে এটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধানের সহায়তা করে থাকে। দ্রুত হজম শক্তি নিয়ন্ত্রণের সহায়তা করে এবং হাড় গঠনে খুবই উপকারী। 

এছাড়া টক দই খাওয়া আমাদের অত্যন্ত জরুরি। কারণ এটি অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে এবং এটি ইমিউনিটি সিস্টেম উন্নত করে। সকালে খালি পেটে টক দই খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং হাড় মজবুত করে। তবে অনেকের টক দই খালি পেটে খাওয়া সহ্য নাও হতে পারে। তাই যাদের প্রবলেম হবে তারা খালি পেটে খাবেন না। কিছু খাওয়ার পরে খেতে পারেন তাহলে গ্যাস্টিকের সমস্যা হবে না।

আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত

হজম প্রক্রিয়াকে উন্নত করতে টক দইয়ের কোন বিকল্প নাই। এছাড়াও যারা অতিরিক্ত মোটা অথবা চর্বি কমাতে চান তারা প্রতিনিয়ত টক দই খেতে পারেন। তবে সকালে খালি পেটে টক দই খেলে অবশ্যই উপকারিতা বেশি রয়েছে। দুপুরে খাবারের পরে টক দই খেতে পারেন। টক দই ইমিউনিটি সিস্টেম উন্নত করে ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।

প্রতিদিন রাতে টক দই খেলে কি হয় 

প্রতিদিন রাতে টক দই খেলে অনেকের জন্য উপকার হলেও কিছু বিষয় মাথায় রেখে খাওয়া উচিত। রাতে খাবারের পরে টক দই খেতে পারেন এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। রাতে টক দই খেলে ঘুম ভালো হয়। টক দই খাওয়ার ফলে মানসিক চাপ অনেকটা কমে যায় ফলে ভালো ঘুম আনতে সহায়তা করে থাকে। এছাড়া যারা অতিরিক্ত ওজন নিয়ে টেনশন আছেন তারা প্রতিদিন রাতে খেতে পারেন। টক দই খেলে ক্ষুধা কম লাগে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে যায়।

ওজন কমাতে প্রতিদিন টক দই খাওয়ার নিয়ম 

ওজন কমাতে  প্রতিদিন টক দই খাওয়ার নিয়ম সম্পর্কে সকলের জানা অত্যন্ত জরুরী। কারণ যারা অতিরিক্ত ওজন এবং পেটে চর্বি জমা নিয়ে চিন্তিত তাদের বিশেষ করে টক দই খাওয়ার নিয়ম সম্পর্কে জানা দরকার। চলুন ওজন নিয়ন্ত্রণ করতে কিভাবে টক দই খাওয়া যায়। 

প্রতিদিন-টক-দই-খাওয়া

  • সকালে টক দই আপনি খেতে পারেন তবে এর সাথে কিছু ফল অথবা একটা গমের রুটি খেতে পারেন। সকালে টক দই খেলে অনেকক্ষণ পেট ভরা রাতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়ার চাহিদা কমায়। ফলে ওজন কমাতে সহায়তা করে থাকে। 
  • দুপুরে খাবার পরে টক দই খেতে পারেন কারণ এটি দ্রুত হজম করতে সাহায্য করবে। এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের সাহায্য করবে। 
  • রাতে যেহেতু ভারী খাবার খাওয়া উচিত নয় । তাই যারা হালকা খেয়ে ওজন কমাতে চান তারা রাতের খাবার হিসেবে টক দই খেতে পারেন এটি ওজন কমাতে সাহায্য করে থাকবে। 
  • প্রতিদিন এক কাপ টক দই খেলে যথেষ্ট অর্থাৎ ১৫০ থেকে ২০০ গ্রাম। এর চেয়ে বেশি খেলে ক্যালোরি পরিমাণ বৃদ্ধি হতে পারে।
  • টক দই খাওয়ার সময় এর সাথে ফলমূল জাতীয় খাবার মিশিয়ে খাওয়া উচিত । যেমন আপেল, কলা, পেয়ারা ইত্যাদি মিশিয়ে খাওয়া যায়। 
  • দই দিয়ে সালাত বানিয়ে খেতে পারেন অর্থাৎ দইয়ের সাথে শসা, গাজর, টমেটো ইত্যাদি যুক্ত করে খেতে পারেন। তবে এর সাথে হালকা লবণ যুক্ত করে খাওয়া যায়। 
  • যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করে থাকেন তাদের জন্য টক দই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওয়ার্ক আউটের পর অথবা শরীর টর্চার পর টক দই খাবেন কারণ এটি পেশী পুনঃ গঠনে সহায়তা করে থাকে।

গর্ভাবস্থায় টক দই খাওয়ার উপকারিতা 

গর্ভাবস্থায় টক দই খাওয়ার উপকারিতা প্রত্যেক গর্ভবতী মহিলাদের জানা অত্যন্ত জরুরী। তাই যারা এ বিষয়ে জানেন না তারা আজকের এই পোস্টে বিস্তারিত পড়তে পারেন। অবস্থায় টক দই খাওয়া খুবই উপকার কারণ এ সময় গর্ভবতী মা এবং তার সন্তানের জন্য অনেক পুষ্টির ঘাটতি থাকে যা টক দই খাওয়ার ফলে কিছুটা হলেও পুরন করা যায়। চলুন গর্ভাবস্থায় টক দই খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা যাক। 

আরো পড়ুনঃ ব্রকলি খাওয়ার নিয়ম, পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত

  • টক দই এ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার ফলে এটি গর্ভবতী মায়ের এবং শিশুর হাড় গঠনে সাহায্য করে থাকে। গর্ভাবস্থায় টক দই খেলে গর্ভবতী মহিলার হাড়ের ক্ষয় রোধ কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 
  • গর্ভাবস্থায় কোন মহিলার যদি কোষ্ঠকাঠিন্য অথবা এসিডের সমস্যা হয় তাহলে অনেক ঝুঁকি রয়েছে। তাই এ সকল সমস্যা দূর করতে গর্ভাবস্থায় টক দই খেতে পারেন। অন্ত্রের বিভিন্ন সমস্যা সমাধানের টক দই খুবই গুরুত্ব রয়েছে। 
  • টক দই খাওয়ার ফলে গর্ভবতী মা এবং শিশুর ইমিউন সিস্টেম দ্রুত শক্তিশালী করতে সাহায্য করে থাকে। 
  • গর্ভাবস্থায় যেহেতু গর্ভবতী মহিলাদের ওজন অনেক অংশে বৃদ্ধি পেয়ে থাকে তাই ওজন কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য গর্ভাবস্থায় টক দই খাওয়া যেতে পারে। 
  • গর্ভাবস্থায় কিছু রোগের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় অনেক গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দেয়। তাই এ সকল জনিত সমস্যা থেকে সমাধান পেতে গর্ভাবস্থায় টক দই খেতে পারেন। 
  • টক দই যেহেতু ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে ফলে এটি গর্ভাবস্থায় মহিলাদের পেশী এবং নার্ভের কার্যক্রম উন্নত করতে সাহায্য করে থাকে।
  • গর্ভাবস্থায় যেহেতু শিশুর মস্তিষ্ক এবং শরীরের গঠন উন্নত করা দরকার তাই এ সময় গর্ভবতী মহিলাদের টক দই খাওয়া উচিত। কারণ টক দই রয়েছে প্রোটিন এবং ভিটামিন বি যা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
  • গর্ভাবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মানসিক চাপ। এ সময় মহিলাদের অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ নেওয়া উচিত নয় তাই যারা অতিরিক্ত মানসিক চাপে ভুগেন তারা গর্ভাবস্থায় অবশ্যই টক দই খেতে পারেন। টক দই খাওয়ার ফলে ভালো ঘুম এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টক দই খাওয়ার উপকারিতা 

টক দই খাওয়ার ফলে এটি ত্বকের গভীরে থাকা বিভিন্ন সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে। ব্রণ এবং সমস্যা দ্রুত কামাতে সহযোগিতা করে থাকে। এছাড়া টক দই এ রয়েছে আন্টি অক্সিডেন্ট যা ক্ষতিকর ফ্রিরেডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে থাকে। এছাড়া টক দই প্রতিদিন খাওয়ার ফলে বার্ধক্য কমাতে সহযোগিতা করে ত্বক নমনীয়, উজ্জ্বল, মসৃণ, টান টান রাখে।

এছাড়াও টক দইয়ে ভিটামিন বি২ বি৫ ও বি ১২ রয়েছে যার ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। টক দই খাওয়ার ফলে শরীরের ভেতর থেকে প্রদাহ এবং জ্বালাপোড়া কমায় এবং ত্বকে ব্রণ ও বিভিন্ন ধরনের ফুসকুড়ি কমাতে সাহায্য করে। টক দই খাওয়ার ফলে তোকে অতিরিক্ত কালচে দাগ এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও টক দই ত্বকের হরমোন জনিত বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।

টক দই খাওয়ার কিছু সতর্কতা 

টক দই খাওয়ার সময় অবশ্যই কিছু সতর্কতা পালন করে খাওয়া উচিত। কারণ আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই টক দই খাওয়ার কিছু সতর্কতা নিচে আলোচনা করা হলো। 

প্রতিদিন-টক-দই-খাওয়া

এসিডিটি সমস্যা থাকলেঃ এসিডিটি সমস্যা থাকলে টক দই খেলে অনেক ক্ষেত্রে পেটে অস্বস্তি হতে পারে তাই কিছু খাবারের সাথে মিশিয়ে টক দই খেতে পারেন যেমন ভাত, ওটস,বিভিন্ন ফল ইত্যাদির সাথে।

ঠান্ডা জনিত সমস্যাঃ ঠান্ডা জনিত কোন সমস্যা থাকলে টক দই কিছু সাবধানতা অর্জন করে খেতে হবে। যাদের অল্পতেই ঠান্ডা সর্দি কাশি হয় তারা সকালে এবং রাতে টক দই খাওয়া খাওয়া থেকে বিরত থাকুন।  দুপুরের দিকে টক দই খেতে পারেন।

চিনি বা মিষ্টি এড়িয়ে চলাঃ অনেক টক দই আছে যেগুলোর সাথে চিনি মিশ্রিত থাকে সে সকল টক দিয়ে খাওয়া থেকে বিরত থাকুন। প্রাকৃতিক টক দই খাবেন এবং এর সাথে মিষ্টি বাড়ানোর জন্য হালকা মধু অথবা ফল যুক্ত করতে পারেন। 

এলার্জি থাকলেঃ এলার্জিজনিত সমস্যা থাকলে তারা টক দই খাওয়া থেকে বিরত থাকুন। যাদের দুগ্ধ জাত খাওয়ার খেলে এলার্জি সমস্যা থাকে তারা টক দই খাওয়া থেকে বিরত থাকুন। 

অতিরিক্ত টক দই খাওয়াঃ অতিরিক্ত টক দই খাওয়া থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে। কারণ অতিরিক্ত টক দই খাওয়ার ফলে আপনার ওজন বৃদ্ধি হতে পারে এবং পেট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে।

পুরনো টক দই এড়িয়ে চলাঃ পুরনো অথবা বাসি টক দই এড়িয়ে চলতে হবে। কারণ পুরনো টক দই খাওয়ার ফলে এটি বিষক্রিয়া দেখা দিতে পারে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। বাসি টক দই খেলে অনেক সময় ডায়রিয়া হতে পারে।

শেষ কথাঃ টক দই খাওয়ার উপকারিতা 

অবশেষে আমরা বলতে পারি যে টক দই খাওয়ার উপকারিতা। যারা টক দই খাইনা তারা অবশ্যই টক দই খাবেন। কারণ এতে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে যা আমাদের শরীরের অনেক সমস্যা সমাধান করে থাকে। বিশেষ করে আমাদের দেশে স্ট্রোকের ঝুঁকি সবচাইতে বেশি তাই এ সকল ঝুঁকি কমাতে টক দই খাওয়ার কোন বিকল্প নাই। প্রতিদিন খাবারের তালিকায় সামান্য পরিমাণ হলেও টক দই রাখা উচিত। আজকের পোস্টটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url