কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত ও কাজের ধরন

কুয়েত ড্রাইভিং ভিসা বেতন নির্ভর করে কাজের ধরন, অভিজ্ঞতা এবং পরিবেশের উপর। ড্রাইভিং ভিসায় কাজ করতে হলে কোন কোম্পানির বা কোন ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করতে চাইলে বিভিন্ন ধরনের বেতন হয়ে থাকে।

কুয়েত-ড্রাইভিং-ভিসা-বেতন-কত

কুয়েত আরব দেশগুলোর মধ্যে একটি অন্যতম এবং উন্নত দেশ বলে অনেকেই কুয়েত কাজের জন্য যেতে আগ্রহী প্রকাশ করে। বিশ্বের সকল দেশের চাইতে কুয়েতের দিনারের দাম সবচাইতে বেশি এবং দামি। চলুন কুয়েতে ড্রাইভিং ভিসা বেতন কত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। 

সূচিপত্রঃ কুয়েত ড্রাইভিং ভিসা বেতন 

কুয়েতের ড্রাইভিং ভিসার বেতন কত 

কুয়েতের ড্রাইভিং ভিসার বেতন সম্পর্কে অনেকেই জানা আগ্রহ প্রকাশ করে। তবে ড্রাইভিং ভিসায় যেতে হলে বিভিন্ন ধরনের ড্রাইভিং আছে যেমন। চলুন কুয়েতে ড্রাইভিং এর জন্য কত ধরনের ড্রাইভিং ভিসা ড্রাইভিং এর কাজ আছে বিস্তারিত জানা যাক। 

ব্যক্তিগত ড্রাইভারঃ কুয়েতে ব্যক্তিগত ড্রাইভিং এর বেতন হয়ে থাকে মাসে ১২০ থেকে ২০০ কুয়েতি দিনার। যা বাংলাদেশী টাকায় ৪৬৬০৮ থেকে ৭৭৬৮০ হাজার টাকা

ট্যাক্সি ড্রাইভারঃ কুয়েতে ব্যক্তিগত ড্রাইভিংয়ের চাইতে ট্যাক্সি ড্রাইভার  এর বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। ট্যাক্সি ড্রাইভার এর বেতন মাসিক চুক্তিতে ১৫০ থেকে ৩০০ কুয়েতি দিনার হয়ে থাকে। বাংলাদেশী টাকার হিসাব করতে গেলে ৫৮২৬০-১১৬৫২০ টাকা।

কোম্পানি অথবা ডেলিভারি ড্রাইভারঃ ডেলিভারি ড্রাইভার এর বেতন অন্যান্য সকল ড্রাইভারের বেতন থেকে আরো বেশি হয়ে থাকে অর্থাৎ ১৮০ থেকে ৩৫০ কুয়েতি দিনার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় ৬৯৯১২-১৩৫৯০ টাকা।

পাবলিক অথবা বাস ড্রাইভারঃ কুয়েতে পাবলিক অথবা বাস ড্রাইভার এর বেতন হয়ে থাকে ২৫০ থেকে ৫০০ কুয়েতি দিনার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় ৯৭১০০-১৯৪২০০ টাকা।

অফিস ড্রাইভারঃ কুয়েতে অফিস ড্রাইভারের বেতন হয়ে থাকে ১৫০ থেকে ২০০ দিনার। যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ৫৮২৬০-৭৭৬৮০ টাকা।

ভাড়া চালিত ড্রাইভারঃ কুয়েতে ভাড়া চালিত ড্রাইভার এর বেতন নূন্যতম হয়ে থাকে পঞ্চাশ হাজার থেকে ৬০ হাজারের মতো। তবে প্রথমে এরকম বেতন হয়ে থাকে পরবর্তীতে এর চেয়ে আরো বৃদ্ধি পায় তখন এক থেকে দেড় লাখ টাকার মত হয়ে থাকে।

আরো পড়ুনঃ কানাডার ভিজিট ভিসার নিয়ম ও ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে বিস্তারিত

কুয়েতে যাওয়ার পর উপরোক্ত সকল ড্রাইভিং অনুযায়ী বেতন হয়ে থাকে। কারণ সেখানে ব্যক্তিগত অথবা কোম্পানি অথবা অফিস ড্রাইভিং ইত্যাদি ধরনের ড্রাইভিং এর বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সকল  ড্রাইভিং এর বেতন একই রকম হয় না ক্যাটাগরি অনুযায়ী ড্রাইভিং বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

কুয়েতে ড্রাইভিং বেতন যেভাবে নির্ধারণ করা হয় 

কুয়েতে ড্রাইভিং বেতন নির্ভর করে কাজের ধরন অথবা ক্যাটাগরির উপরে। আপনি বেশি অভিজ্ঞ হলে আপনার বেতন বেশি হবে এবং অভিজ্ঞতা কম থাকলে বেতন কম হবে। তবে নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী কাজ করলে আপনার বেতন অনেক অংশ বৃদ্ধি পাবে। কুয়েতে ড্রাইভিং বেতন যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলো নিচে দেয়া হল। 

  • ড্রাইভিং এর বেতন অনেকাংশে কাজের উপর নির্ভর করে। যারা প্রথম কুয়েতের ড্রাইভিং এর কাজ শুরু করেছেন তাদের বেতন প্রথমে কম হয়। দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে তখন বেতন বেশি পাওয়ার সুবিধা থাকে।
  • যে সকল ব্যক্তি কাজে নিয়োগ দিবেন তার ধরন যদি ভিন্ন হয় তাহলে বেতন ও ভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ নিয়োগকর্তার পরিবার যদি ছোট হয় তাহলে ড্রাইভার এর বেতন কম হয়। এছাড়া কোন কোম্পানির নিয়মিত ড্রইভার এর জন্য নিয়োগ দিলে বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। 
  • অতিরিক্ত সুবিধা ও কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনি কোন পরিবার অথবা প্রতিষ্ঠানে ড্রাইভিং এর কাজ করার পাশাপাশি যদি অতিরিক্ত বা ওভারটাইম করতে পারেন তাহলে আপনার বেতন অনেক বৃদ্ধি পাবে। 
  • এছাড়াও নিয়োগকর্তার পরিবারে কাজ করতে হলে অনেকাংশে নিয়োগকর্তা বাসস্থান এবং খাবার দাবার সুবিধা দিয়ে থাকে সে সকল ক্ষেত্রে আপনার বেতন অনেকাংশ কমে যাবে কারণ আপনার খাবার এবং বাসস্থান এর মধ্যে থেকে বেতন কেটে নেবে। 
  • কোন একটা কোম্পানি বা বাড়িতে কাজ করার পাশাপাশি আপনি বাইরে অতিরিক্ত ডেলিভারি ম্যানের কাজ করতে পারেন যেখানে কমিশন হিসেবে আপনি বাড়তি কিছু ইনকাম করতে পারবেন। 

  • এছাড়াও শহরের মধ্যে অর্থাৎ কুয়েতের শহরের মধ্যে কাজ করলে সেখানকার বেতন তুলনামূলক বেশি হয় এবং শহরের বাইরে ড্রাইভিং এর কাজ পেলে বেতন কিছুটা কম হয়। 
  • বিশ্বের যে কোন দেশে কাজ করতে গেলে আপনি সে দেশের ভাষা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার বেতন অনেকাংশে বৃদ্ধি পাবে। কারণ বেতন অনেক সময় ভাষার উপর বেশি নির্ভর করে। আর ভাষা না জানলে আপনার বেতন ও কম হবে। তবে বিশেষ করে আপনি ইংলিশ ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন।
  • বিদেশে ভাষার চাহিদা সবচাইতে বেশি, তাই ভাষা ভালোভাবে শিখতে পারলে আপনি সব জায়গাতেই ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন এবং আপনার বেতন অনেক অংশ বৃদ্ধি পাবে যা আপনি কাজ করে নিজের প্রশান্তি আনতে পারবেন।

কুয়েতে ড্রাইভিং এর জন্য যে সকল যোগ্যতা  

কুয়েতের ড্রাইভিং করতে গেলে অনেক কিছু যোগ্যতা প্রয়োজন যে সকল যোগ্যতা থাকলে আপনি খুব তাড়াতাড়ি বেতনভুক্ত হবেন এবং ভালো একটা বেতনে চাকরি করতে পারবেন। ড্রাইভিং এর জন্য যে সকল যোগ্যতা লাগে সেগুলো নিচে আলোচনা করা হলো। 

কুয়েত-ড্রাইভিং-ভিসা-বেতন-কত

  • কুয়েতে ড্রাইভিং করতে গেলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাজ করতে পারবেন না। 
  • বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা কখনোই যথাযথ হবে না কুয়েতের ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিতে হবে এর জন্য বাংলাদেশী লাইসেন্স থাকলে আপনি কুয়েতি লাইসেন্সে ট্রান্সফার করতে পারেন।
  • আপনি যদি বাংলাদেশে বা আপনার নিজ দেশে কোন ড্রাইভিং এর কাজ করে থাকেন বা কোন কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতা আপনি সেখানে দেখাতে পারেন সে অভিজ্ঞতা দেখালে আপনি সেখানে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে সেখানে কাজের সুবিধা পাবেন।
  • কুয়েতে যোগাযোগের জন্য সবচাইতে যেটা প্রয়োজন বেশি সেটা হচ্ছে ভাষা আপনি যদি কুয়েতের ভাষা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার বেতন বেশি হবে। ইংরেজি বা আরবি ভাষায় মৌলিকভাবে দক্ষতা থাকা প্রয়োজন। 

কুয়েতে ড্রাইভিং এর জন্য কাজের ধরন 

কুয়েতের ড্রাইভিং এর জন্য বিভিন্ন ধরনের কাজ থাকে তবে সকল কাজ ড্রাইভিং এর উপরেই নির্ভর হয়ে থাকে। ড্রাইভিং এর মধ্যে যে সকল কাজ করতে হয় সেগুলো নিজে আলোচনা করা হলো। যেমন গাড়ি চালানো অথবা বাচ্চাদের স্কুল নেয়া, বাজার করা, অফিসে যাতায়াত, প্রয়োজনীয় অন্যান্য কাজে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ 

এ সকল কাজ ছাড়াও নিয়মিত গাড়ি গ্যারেজে সঠিকভাবে পার্কিং করা, অথবা অফিসের নিচে ভালোভাবে পার্কিং করা, সাবধানতা বজায় রেখে গাড়ি ড্রাইভিং করা, এছাড়াও রয়েছে গাড়ি ভালোভাবে নিয়মিত পরিষ্কার রাখা ইত্যাদি। এছাড়া রয়েছে সময় মত কাজ শেষ করে যথাযথ দায়িত্ব পালন করা এবং গাড়ির নিরাপত্তা সঠিকভাবে রাখা।

কুয়েতে ড্রাইভিং এর জন্য যে সকল সুবিধা রয়েছে 

কুয়েতে ড্রাইভিং এর কাজ করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তবে অনেক নিয়োগকর্তা এ সকল সুযোগ সুবিধা দেন না আবার অনেক নিয়োগকর্তা দিয়ে থাকেন চলুন কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় ড্রাইভিং এর ক্ষেত্রে নিচে আলোচনা করি। 

  • প্রথমত সেখানে ড্রাইভিং এর কাজ করলে বা কোন পার্সোনাল ড্রাইভার এর কাজ করলে অধিকাংশ ক্ষেত্রে সেখানে থাকার এক ধরনের ব্যবস্থা করা হয় এবং সেই সাথে খাবারেরও ব্যবস্থা করা হয়। নিয়োগকর্তা নিজেই বাসস্থানের সুবিধা এবং খাবারের সুবিধা দিয়ে থাকেন।
  • অনেক কোম্পানি বা নিয়োগকর্তা আছে যারা ড্রাইভারকে থাকা খাওয়ার পাশাপাশি চিকিৎসা সুবিধাও বহন করে থাকে। তাদের নিজ দায়িত্বে তারা চিকিৎসা খরচ দিয়ে থাকেন। তবে এর জন্য বেতন হয়তো কিছুটা কম হতে পারে।   
  • কুয়েতে যদি আপনি ড্রাইভিং এর জন্য কাজে যান এবং কয়েক বছরের অভিজ্ঞতা অর্জন করে থাকেন তাহলে পরবর্তীতে আপনার নিয়োগকর্তা আপনাকে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ব্যবহারের উপর নির্ভর করে স্বপরিবারে আনার সুযোগ দিয়ে থাকেন। অর্থাৎ আপনার পরিবার সেখানে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা তারা দিয়ে থাকেন। 
  • এছাড়া আপনি ভালো ব্যবহার এবং তাদের ভালো সার্ভিস দিয়ে থাকেন তাহলে এর বিনিময়ে তারা আপনাকে বোনাস দিয়ে থাকেন। এবং আপনার বেতন বৃদ্ধি করারও একটা সুযোগ থাকে। 

কুয়েতে ড্রাইভিং যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় 

কুয়েতের ড্রাইভিং এর কাজে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে সকল বিষয় আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে। অর্থাৎ আপনি যে কোম্পানি অথবা যে নিয়োগ কর্তার আন্ডারে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে পূর্বেই কিছু চুক্তি করে নেবেন। চুক্তিবদ্ধভাবে কাজে গেলে পরবর্তীতে অনেক সমস্যা থেকে বাঁচতে পারবেন। 

কুয়েত-ড্রাইভিং-ভিসা-বেতন-কত

  • কুয়েতের ড্রাইভিং এর কাজ শুরু করার আগে তাদের কাজ সম্পর্কে আগে ধারণা নেবেন। অর্থাৎ কত ঘন্টা কাজ করতে হবে কোন সময় কাজ করতে হবে কতক্ষণ ড্রাইভিং করতে হবে এ সকল বিষয়ে ভালোভাবে জেনে নেবেন। 
  • কুয়েতে শ্রমিক আইন যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই শ্রমিক আইন সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। কারণ কাজে জয়েন করার পরে আপনার উপর কোন ধরনের অত্যাচার হলে আপনি যেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। 
  • কুয়েতে ড্রাইভিং এর কাজে যাওয়ার জন্য অবশ্যই আপনার ভিসা বৈধ এবং ওয়ার্ক পারমিট নিশ্চিতভাবে থাকতে হবে। বৈধ ভিসা ছাড়া আপনি কখনোই সেখানে যাওয়ার চেষ্টা করবেন না। 
  • ওভার টাইম করার ফলে যেন সে বেতন আপনার নির্ধারিত বেতনের থেকে না দেই এর জন্য আপনাকে সাবধান হতে হবে তারা যদি আপনাকে ওভারটাইম কাজ করি নাই তাহলে অবশ্যই তার বেতন আলাদা হবে তাদেরকে দিতে হবে এ সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। 

শেষ কথাঃ কুয়েতের ড্রাইভিং ভিসা বেতন সম্পর্কিত

অবশেষে আমরা বলতে পারি কুয়েত যেহেতু মুসলিম দেশ এবং অন্যান্য দেশের চাইতে কুয়েত উন্নত একটি দেশ তাই অনেকেই সে দেশে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন। কুয়েতে যেতে পারলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন কারণ কুয়েতের দিনারের সবচাইতে দামি। 

আজকের পোস্টে কুয়েতের ড্রাইভিং ভিসা বেতন নিয়ে যে সকল আলোচনা করা হলো আশা করি আপনারা আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন। যদি আপনারা অথবা আপনাদের কোন আত্মীয়-স্বজন কুয়েতে যেতে ইচ্ছা পোষণ করেন তাহলে উপরুক্ত বিষয়গুলো মাথায় রেখে ভালোভাবে যাচাই-বাছাই করে যেতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url