চুলের যত্নে কালোকেশীর ব্যবহার কেশরাজ পাতার উপকারিতা
চুলের যত্নে কালোকেশীর ব্যবহার একটি জাদুকারি উপায়। চুলের যত্ন করতে কে না পছন্দ করে না বিশেষ করে মেয়েরা সুন্দর, লম্বা, কালো চুল পছন্দ করে। তাই চুল লম্বা করতে বিভিন্ন ধরনের জিনিস চুলে ব্যবহার করে থাকেন। যারা চুল নিয়ে পরিচর্যা করতে পছন্দ করেন তাদের জন্য আজকের কিছু জাদুকরি টিপস।
সূচিপত্রঃ চুলের যত্নে কালোকেশীর ব্যবহার ও উপকারিতা
- চুলের যত্নে কালোকেশীর ব্যবহার
- কালোকেশী পাতার পরিচয়
- চুলে কালোকেশী ব্যবহারের পদ্ধতি
- কালোকেশী পাতায় যে সকল পুষ্টি উপাদান রয়েছে
- কালোকেশীর বৈশিষ্ট্য ও কার্যকারিতা
- কালোকেশীর পাতা দিয়ে তেল বানানোর পদ্ধতি
- কালোকেশী পাতা ব্যবহারের উপকারিতা
- ছেলেদের চুলের কালোকেশী ব্যবহারের পদ্ধতি
- চুলে কালোকেশী ব্যবহারে কিছু সতর্কতা
- শেষ কথাঃ চুলের যত্নে কালোকেশীর ব্যবহার
চুলের যত্নে কালোকেশীর ব্যবহার
চুলের যত্নে কালো কিসের ব্যবহার করা খুবই উপকারী একটা সমাধান। চুল লম্বা সুন্দর কালো করতে কালোকেশীর কোন তুলনা হয় না। কালোকেশী ভেষজ উদ্ভিদ বিভিন্ন উপায়ে ব্যবহার করে চুলকে লম্বা এবং চুলের প্রাচুর্যতা ফিরিয়ে আনা যায়। চলুন কিভাবে কালোকেশী ব্যবহার করে চুলের যত্ন নেওয়া যায় আলোচনা করি।
চুলের বৃদ্ধিতেঃ কালোকেশীতে যে সকল ভিটামিন এবং খনিজ রয়েছে এর ফলে খুব দ্রুত চুল বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুল শক্তিশালী এবং মজবুত করতে সাহায্য করে। কালোকেশী ব্যবহার করলে খুব দ্রুত চুল লম্বা হয়।
চুল কালো করতেঃ চুল কালো করতে কালোকেশী ব্যবহার করতে পারেন। কারণ এটি এমন এক ধরনের ভেষজ উদ্ভিদ যা প্রাকৃতিকভাবে খুব দ্রুত অপুষ্টিকর চুল বা বাদামী কালারের চুল কালো করতে সাহায্য করে। চুলের কালো রং ধরে রাখতে কালোকেশীর কোন তুলনা নাই।
আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত
খুশকি দূর করতেঃ খুশকি দূর করতে চাইলে অবশ্যই আপনি কালোকেশী ব্যবহার করতে পারেন। যেহেতু এই কালকেশীতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে ফলে মাথার খুশকি খুব দ্রুত নির্মূল করতে সাহায্য করে কালোকেশী।
চুল পড়া বন্ধ করতেঃ চুল পড়া বন্ধ করতে চান? তাহলে অবশ্যই আপনি কালোকেশী ব্যবহার করতে পারেন। যাদের অকালে চুল পড়ে যায় অথবা চুল ঝরে যায় এবং বিভিন্ন অপুষ্টির কারণে চুল ফেটে যেতে পারে এ সকল সমস্যা থেকে সমাধান পেতে আপনি কালোকেশী ব্যবহার করতে পারেন।
নতুন চুল গজাতেঃ বিভিন্ন কারণে মাথার চুল ঝরে যায়। যত তাড়াতাড়ি চুল পড়ে যায় তত তাড়াতাড়ি কিন্তু চুল গজায় না। তাই নতুন চুল গজাতে এবং চুল ঘন করতে আপনি কালো কিছু পাতা ব্যবহার করতে পারেন।
কালোকেশী পাতার পরিচয়
কালোকেশী পাতার পরিচয় সম্পর্কে অনেকে জানেন না অর্থাৎ এটি এক ধরনের ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত। এটি বাংলাদেশ ও ভারত এর বিভিন্ন অঞ্চলে জন্মে। এটি মানুষের বিভিন্ন উপকারে এসে থাকে। কালকে সেই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Eclipta prostrata । এ ধরনের উদ্ভিদ ক্রান্তীয় অঞ্চলে বেশি পাওয়া যায়।
কালোকেশী উদ্ভিদের প্রায় কয়েকটি নাম আছে অনেকেই কে উদ্ভিদ কে ভৃঙ্গরাজ, মাকানি, কেশরাজ, কেশুতি পাতা, কালকেশী ইত্যাদি নামে পরিচিত। কালোকে সেই গাছ লম্বায় সাধারণত ২০ থেকে ৫০ সেন্টিমিটার হয়ে থাকে। এর পাতাগুলো সরু লম্বা এবং সবুজ আকৃতির। এ উদ্ভিদ সাধারণত নদীর ধারে, কুকুরের ধারে, জলাশয়ে, আদ্র মাটিতে জন্মে থাকে।
চুলে কালোকেশী ব্যবহারের পদ্ধতি
চুলে কালোকেশী ব্যবহারের পদ্ধতি জানতে চান আপনি সঠিক জায়গায় এসেছেন চলুন আজকে আপনাদের সাথে কিভাবে চুলে কালোকেশী ব্যবহার করে কিভাবে চুলকে সতেজ এবং মজবুত বানানো যায় সে নিয়ে আলোচনা করি। চুলের সঠিকভাবে পুষ্টি না দিলে চুল সহজে বাড়ে না এবং চুলে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহারের নিয়ম-কানুন না জানলে চুল বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে।
কালোকেশীর তেল ব্যবহার করে
- কালোকেশীর তেল ব্যবহার করে চুলের যত্ন নেওয়া যায়। এর জন্য কালোকেশী পাতা এবং নারিকেল তেল নিতে হবে।
- কালোকেশী পাতা ধুয়ে শুকিয়ে নিতে হবে।
- চুলাই নারিকেল তেল গরম করতে হবে এর সাথে কালোকেশী পাতা মেশাতে।
- তেল সহ কালোকেশী পাতা ভালোভাবে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
- তেল ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে।
- এরপর সপ্তাহে দুই থেকে তিন দিন চুলের গোড়ায় ভালোভাবে মেসেজ করুন ৩০ মিনিট রাখার পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
কালোকেশীর পেস্ট ব্যবহার
- কালোকেশীর পাতা সামান্য পানি নিয়ে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন।
- ৪০ থেকে ৪৫ মিনিট চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
- এরপর শ্যাম্পু করে চুল ভালোভাবে পরিষ্কার করে নিন।
- এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে থাকুন।
- কালো কিছু পাতা ও মেহেদি পাতা একসঙ্গে নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন।
- পেস্ট বানিয়ে বানিয়ে নেয়ার পর এর সাথে সামান্য কয়েক ফোটা নারিকেল তেল এবং টক দই ভালো করে মিশিয়ে নেবেন।
- এরপর চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রাখুন।
- এক ঘন্টা পর শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন।
- এভাবে সপ্তাহে একবার ব্যবহার করলে চুল সুন্দর এবং নরম, উজ্জ্বল করবে।
আরো পড়ুনঃ কলার খোসা দিয়ে কিভাবে রূপচর্চা করা যায়
কালোকেশী ও আমলকি ব্যবহার
- কালোকেশী পাতা ও দুই থেকে তিনটি আমলকি ভালোভাবে পেস্ট করে নিন। এর সাথে আমলকি গুড়াও মিস করতে পারেন।
- পেস্ট বানানোর পরে চুলের গোড়ায় সুন্দর করে লাগিয়ে রাখুন।
- ৩০ থেকে ৪০ মিনিট পর চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- এভাবে ব্যবহার করলে চুল থেকে খুশকি উধাও হয়ে যাবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে।
কালোকেশী ও মেথি
- কালোকেশী পাতা এবং মেথি ভালোভাবে পেস্ট বানিয়ে নিন।
- চাইলে এর সাথে মেহেদি পাতাও যুক্ত করতে পারেন।
- সকল উপাদান নিয়ে পেস্ট বানিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রাখুন।
- ৪৫ থেকে এক ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- এভাবে চুল সুন্দর নরম এবং সিল্কি হবে।
কালোকেশী পাতায় যে সকল পুষ্টি উপাদান রয়েছে
কালোকেশী পাতায় যে সকল পুষ্টি উপাদান রয়েছে তার সবগুলোই আমাদের চুলের বৃদ্ধিতে এবং চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। মাথার ত্বক ভালো রাখতেও কালো পেশী পাতা খুবই উপকারী। কালোকেশী পাতার যে সকল রাসায়নিক উপাদান রয়েছে তা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কি কি পুষ্টি উপাদান রয়েছে চলুন দেখে নেয়া যাক।
ভিটামিন এঃ কেশরাজ পাতায় ভিটামিন এ থাকার ফলে চুলের গোড়া মজবুত, চুল পড়া বন্ধ এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
ভিটামিন সিঃ এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং কোলাজেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিটামিন ইঃ এটি উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং মাথার ত্বকের রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।
ক্যালসিয়ামঃ এটি চুলের ক্ষয় রোধ করতে সাহায্য করে এবং চুল মজবুত করে।
পটাশিয়ামঃ এটি চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে এবং চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।
আয়রনঃ কালোকেশী পাতায় আয়রন থাকার ফলে এটি মাথার ত্বকের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করে।
অ্যান্টিঅক্সিডেন্টঃ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে চুল অকালে পাকা থেকে রক্ষা করে। এবং এটি মাথার ত্বকের অথবা চুলের গোড়ার ফ্রি রেডিক্যাল দূর করে।
প্রোটিনঃ কালোকেশী পাতায় প্রোটিন থাকার ফলে চুল ফেটে যাওয়া অথবা চুল ভেঙ্গে পড়া রোধ করতে সাহায্য করে।
কালকেশীর বৈশিষ্ট্য ও কার্যকারিতা
কালোকেশীর বৈশিষ্ট্য ও কার্যকারিতা অনেক। কারণ এটি এক ধরনের ভেষজ উদ্ভিদ। তাছাড়া খুব সহজেই এটি সংগ্রহ করা যায়। এছাড়া প্রাকৃতিক ঔষধ হিসেবে কালকেশীর তুলনা হয় না। এর ব্যবহার এবং কার্যকারিতা মানুষের অনেক উপকার দেয়। চলুন কালো কিসের বৈশিষ্ট্য ও কার্যকারিতা গুলো নিজে আলোচনা করি।
- প্রথমত এটি একটি ভেষজ উদ্ভিদ তাই খুব সহজেই আপনি এটি চুলে ব্যবহার করতে পারবেন।
- এছাড়াও এটি বহুদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়।
- কালোকেশী চুলের পরিচর্যা ব্যাপক হারে ব্যবহার করা যায় এবং চুলকে লম্বা ও কালো করতে সাহায্য করে।
- চুলের গোড়ায় পুষ্টি জোগাতে কালোকেশী পাতার কোন তুলনা হয় না।
- মাথার ত্বকের যত্নে অর্থাৎ মাথার তাকে খুশকি দূর করতে কালোকেশী খুবই কার্যকরী একটি উপাদান অথবা উদ্ভিদ।
- এছাড়াও রয়েছে এতে অ্যান্টিব্যাকটিয়াল ও এন্টিফাঙ্গাল গুনাগুন।
কালোকেশী পাতা দিয়ে তেল বানানোর পদ্ধতি
খুশি পাতা দিয়ে তেল বানানোর পদ্ধতি খুবই সহজ একটি বিষয়। আপনারা যারা গ্রামে বাস করেন তারা খুব সহজে কালো কিছু পাতা সংগ্রহ করে তেল বানিয়ে অনেকদিন সংগ্রহ করে রাখতে পারেন। এবং নিয়মিত ব্যবহার করার জন্য প্রস্তুত করে নিবেন চলুন কিভাবে পাতা দিয়ে তেল বানানো যায় নিচে বর্ণনা করি।
আরো পড়ুনঃ আপেল সিডার ভিনেগার খাওয়ার সময় সম্পর্ক বিস্তারিত জানুন
- প্রথমত আপনি একমুঠো কালোকেশী পাতা নেবেন। এছাড়া আপনি যে পরিমাণ বানাতে চান সে পরিমাণ নিতে পারেন।
- সুস্থ এবং সুন্দর পাতা বাছাই করবেন।
- পাতাগুলোতে যেন কোন ক্ষত না থাকে এ ধরনের পাতা সংগ্রহ করবেন ।
- এরপর পাতাগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিবেন।
- সম্পূর্ণভাবে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিবেন অথবা শুকিয়ে নিবেন।
- এরপর চুলায় পাতিলে পরিমাণ মতো তেল নেবেন এবং এর ভেতরে কালোকেশী পাতাগুলো ভালোভাবে ডুবিয়ে দেবেন।
- যেন পাতাগুলোর সম্পন্ন তেলে ডুবে থাকে এরকম নিশ্চিত করবেন।
- তবে এর সাথে আপনি কিছু উপাদান যুক্ত করতে পারেন যেমন এক চা চামচ মেথি গুঁড়ো এবং এক চা চামচ আমলকি গুঁড়ো।
- সকল মিশ্রণ চুলায় অল্প আচে রেখে দেবেন।
- তেল যখন ফুটে থাকবে তখন পাতার রং কালো হয়ে যাবে এবং তেলের রং হালকা সবুজ হতে শুরু করবে।
- মাঝেমধ্যে নেড়ে দেবেন যেন পুড়ে না যায় অথবা পাতিলে লেগে না যায়।
- এভাবে ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে নিবেন।
- এরপর চুলা থেকে নামিয়ে তেল গুলোকে ঠান্ডা করে নেবেন।
- তেল ঠান্ডা হয়ে গেলে ছাকনি দিয়ে ছেঁকে নেবেন অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন।
- এরপর তেলগুলোকে বাস্পমুক্ত, শুকনা, কাচের বোতলে সংরক্ষণ করে রেখে দেবেন।
- বোতলটি অবশ্যই ঠান্ডা শীতল জায়গায় রাখতে হবে।
- এরপর আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে ব্যবহার করতে পারেন।
- চুলে ব্যবহার করার আধা ঘন্টা পর চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।
- এভাবে নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল মজবুত, সুন্দর, লম্বা এবং উজ্জ্বল দেখাবে।
কালোকেশী পাতা ব্যবহারের উপকারিতা
কালোকেশী পাতা ব্যবহারের উপকারিতা অবশ্যই আছে। যেহেতু অনেকেই আপনারা জানেন না তারা আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন কালো কিছু পাতা কি এবং কিভাবে ব্যবহার করলে এর উপকারিতা পাওয়া যাবে। কালোকেশী ব্যবহার করার ফলে কি কি উপকারিতা পাবেন চলুন সেগুলো আলোচনা করি।
- চুলে কেশরাজ পাতা ব্যবহারের ফলে চুল লম্বা এবং শক্তিশালী হবে।
- মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল পড়া রোধ করবে।
- মাথায় খুশকি থাকলে, খুশকি দূর করতে সাহায্য করবে।
- চুলের প্রাকৃতিক কালার ধরে রাখতে সাহায্য করবে এবং চুল নরম হবে।
- মাথাব্যথা থাকলে এটি মাথা ব্যথা দূর করে।
- চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে সাহায্য করে।
- অতিরিক্ত নতুন চুল গজাতে সাহায্য করে।
- মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে।
- চুলের আদ্রতা বৃদ্ধিতে এবং ধরে রাখতে দ্রুত সাহায্য করে।
ছেলেদের চুলে কালোকেশী ব্যবহারের পদ্ধতি
ছেলেদের চুলে কালোকেশী ব্যবহারের পদ্ধতি অবশ্যই আছে। অনেক ছেলে আছে যারা মুখের ত্বকের সাথে চুলের ও যত্ন করতে পছন্দ করেন। যে সকল ছেলেরা চুল সুন্দর, নরম, ঘন এবং কালো পছন্দ করেন তারা অবশ্যই এই কালকেশী পাতা বা কেশরাজ পাতা ব্যবহার করতে পারেন। চুলের যত্নে কালোকেশী ব্যবহারের কোন বিকল্প নাই।
কালোকেশী ও নারিকেল অথবা অলিভ অয়েল
- কিছু কালোকেশী পাতা ভালো করে পানিতে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে।
- নারিকেল তেল অথবা অলিভ অয়েল এর সাথে সেই শুকনো কালোকেশী পাতাগুলো যুক্ত করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
- ফোটানোর পর ঠান্ডা হলে সেগুলো ছেলেদের চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে নেবেন।
- ৪০ মিনিট পর। শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।
- এভাবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।
- করলে চুল পড়া এবং ছেলেদের চুলের ড্যানড্রপ অথবা খুশকি দূর হয়ে যাবে।
কালোকেশীর পেস্ট
- কালোকেশী সামান্য পরিমাণ পানি ও লেবুর রস একসাথে পেস্ট বানিয়ে ছেলেদের মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে দিন।
- ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- এভাবে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
- এভাবে নিয়মিত চুলে ব্যবহার করলে চুল অনেক নরম এবং সিল্কি হবে।
আরো পড়ুনঃ কলার খোসার ব্যবহার ১০ টি কার্যকরী ব্যবহার
কালোকেশী ও মেথির পেস্ট
- কালো কিছু পাতা ও মেথি গুঁড়ো অথবা মেথির দানা ভালোভাবে পেস্ট বানিয়ে ছেলেদের চুলের গোড়ায় অথবা সম্পূর্ণ জলে ভালোভাবে লাগিয়ে দিন।
- ৪০ মিনিট পর চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- এটি নিয়মিত ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ করবে।
কালোকেশের চা দিয়ে চুল ধোয়া
- কালোকেশী পাতা ও পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
- এরপর সে পানি ঠান্ডা করে ছেকে নিতে হবে।
- সেই পানি দিয়ে ছেলেদের চুল ধুয়ে নিতে হবে।
- ফলে এটি ব্যবহারে চুল নরম এবং উজ্জ্বল দেখাবে।
চুলে কালোকেশী ব্যবহারে কিছু সতর্কতা
চুলের কালোকেশী ব্যবহারে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কারণ ত্বক, চুল, শরীরে যে কোন অংশে কোন কিছু ব্যবহারের আগে অবশ্যই আপনাকে সেটি সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে ব্যবহার করবেন। এছাড়া উপকারিতার বদলে হিতের বিপরীত হতে পারে।
- কালোকেশী প্রাকৃতিক উদ্ভিদ হলেও এতে কিছু মানুষের সমস্যা হতে পারে। এজন্য সুস্থ ভালো কালোকেশী পাতা ব্যবহার করবেন।
- যাদের এলার্জিজনিত সমস্যা আছে তারা অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন।
- এছাড়াও এলার্জিজনিত সমস্যার কারণে প্রথমে অল্প করে ব্যবহার করবেন যদি পরবর্তীতে সমস্যা হয় তাহলে এটি ব্যবহার থেকে বিরত থাকবেন।
- এছাড়া অতিরিক্ত ব্যবহার ফলে আপনার মাথার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে এবং মাথার ত্বক অনেক ক্ষেত্রে ফুলে যেতে পারে ।
- যাদের শ্বাসকষ্ট অথবা ঠান্ডা জনিত সমস্যা আছে তারা এটি সাবধানতা অর্জন করে ব্যবহার করবেন। যেন এটি ব্যবহারের ফলে আপনাদের শ্বাসকষ্ট বা ঠান্ডার সমস্যা বেড়ে না যায় এদিকে লক্ষ্য রাখবেন।
- যাদের অল্পতেই ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের মাথার ত্বকে ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সর্দি অথবা জ্বর হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
- যাদের চুল সুন্দর এবং সিল্কি তাদের এ সকল উপাদান ব্যবহার করার প্রয়োজন নাই।
শেষ কথাঃ চুলের যত্ন কালোকেশীর ব্যবহার
আজকের পোস্টে চুলের যত্নে কালোকেশীর ব্যবহার সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। যারা কালো কে সেই সম্পর্কে এবং এর উপকারিতা সম্পর্কে জানেন না তারা আজকের পোস্টটি ভালোভাবে পড়ে থাকলে অবশ্যই এর উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। কালোকেশী বা কেশরাজ যাই বলেন না কেন এটি কিন্তু খুবই একটি উপকারী উদ্ভিদ।
অবশেষে বলতে পারি কেশরাজ এক ধরনের ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদ যা আমাদের বিভিন্ন উপকারে এসে থাকে এটি চুল ছাড়াও কিন্তু আরো অনেক উপকারে আসে যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। আজকের পোস্টে কালোকেশীর ব্যবহার সম্পর্কে জেনে ভালো লেগে থাকলে অবশ্যই পোষ্টের নিচে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url