বাহরাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজের বেতন কত

বাহরাইন যেতে কত টাকা লাগে এটি নির্ভর করে আপনার যাওয়ার উপর এবং ভিসার উপর। কারণ বাহারাইন বিভিন্ন ধরনের ভিসার খরচ বিভিন্ন হয়ে থাকে তাই সর্বপ্রথম আপনাকে নির্ধারণ করতে হবে কোন বিষয় আপনি যেতে চান।

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে

বর্তমানে মানুষ প্রবাসে যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে উঠেছেন। প্রবাসে যাওয়ার জন্য মানুষ বিভিন্ন দেশে প্রতিনিয়ত গিয়ে থাকেন। বাহারাইন ইউরোপ মহাদেশের একটি পরিচ্ছন্ন রাষ্ট্র। যারা বাহরাইন যেতে চান তাদের জন্য আজকের পোস্টে আলোচনা করব। 

সূচিপত্রঃ বাহারাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজের বেতন কত 

বাহারাইন টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে 

বাহারাইন টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। প্রথমত আপনাকে নির্দিষ্টভাবে ডিসিশন নিতে হবে কোন ভিসায় আপনি বাহরাইন যেতে চান। অর্থাৎ কোন কাজের জন্য বা কি উদ্দেশ্যে সেই সকল বিষয়ের উপর নির্ভর করবে বাহরাইনে যেতে কত টাকা লাগবে। তবে এই সকল বিষয় নির্ভর করে এজেন্সি কোম্পানি গুলোর উপরে। 

বাহরাইন যদি আপনি ১৫ দিনের জন্য টুরিস্ট ভিসায় যেতে চান তাহলে সর্ব মোট খরচ পড়বে ৮০০০০ থেকে এক লক্ষ ২০ হাজারের মতো। এ সকল খরচের মধ্যে পড়বে হোটেলে থাকা খরচ, এজেন্সি, খাওয়া, বিমানের টিকিট ইত্যাদি। এছাড়া যদি আপনি সাত দিনের জন্য টুরিস্ট ভিসায় বাহরাইন যেতে চান তাহলে খরচ পড়বে ৮০ হাজার টাকার মত। 

ওয়ার্ক পারমিট ভিসায় বাহারাইন যেতে খরচ কত

ওয়ার্ক পারমিট ভিসাই বাহারাইন যেতে চাইলে খরচ পড়বে ৫ থেকে ৬ লক্ষ টাকা। এ সকল খরচের মধ্যে রয়েছে এজেন্সি ফি, বিমান টিকেট, মেডিকেল টেস্ট, থাকার খরচ, খাওয়ার খরচ ইত্যাদি সকল কিছু। বাহারাইনে যেতে একটু ব্যয়বহুল কারণ বাহারাইন যেহেতু ইউরোপ কান্ট্রির মধ্যে একটি রাষ্ট্র। অনেকে বাহারাইন কাজের জন্য যেতে ইচ্ছুক।

আরো পড়ুনঃ মালয়েশিয়া টুরিস্ট ভিসা কত টাকা ও প্রসেসিং টাইম

এছাড়াও ব্যবসার কাজে অথবা ভ্রমণের জন্য বাহরাইন যেতে চাইলে মোট খরচ পড়বে ৭ দিনে আনুমানিক ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকার মতো। এ সকল খরচের মধ্যে ভিসা ফি, বিমান টিকেট, থাকা, খাওয়া ইত্যাদি। আপনি যদি ব্যবসার কোন ক্ষেত্রে যেতে চান তাহলে অবশ্যই সকল কিছু জেনে তারপরে যাবেন। তবে টাকার রেট অনুযায়ী ভ্রমণের খরচ কম বেশি হতে পারে।

যে সকল ভিসায় বাহারাইন যাওয়া যায় 

বাহারাইন যেতে চাইলে অনেক ধরনের ভিসা আছে যেগুলোর যেকোনো একটি আপনাকে পছন্দ করে বাহারাইন যেতে পারেন। প্রথমত আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কোন ভিসায় বাহারাইন যেতে চাচ্ছেন এবং সে সকল ভিসায় বাহারাইন গেলে আপনার কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে সকল কিছু জেনে তারপরে আপনি যেতে পারেন। 

  • টুরিস্ট ভিসায় 
  • ওয়ার্কার ভিসাই 
  • ফ্যামিলি ভিসায় 
  • স্টুডেন্ট ভিসায় 
  • বিজনেস ভিসায় 
  • ট্রানজিট ভিসাই 
  • ইনভেস্টর ভিসায়
  • ডিপ্লোম্যাটিক বিষয় 
  • ই ভিসাই 
  • রেসিডেন্স ভিসায় 

উপরে উল্লেখিত সকল বিষয়ে আপনি বাহারাইন যেতে পারেন তবে এ সকল ভিসার নির্দিষ্ট একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সকল উদ্দেশ্য আপনি ফলো করে বাহারাইন যেতে পারেন। উপরে উল্লেখিত সকল ভিসা ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি যে সকল ভিসায় যেতে চাচ্ছেন সে সকল ভিসা সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে ভিসার জন্য আবেদন করবেন।

বাহারাইনে কোন কাজের চাহিদা বেশি 

বাহারাইন কাজ করতে যেতে চাইলে বিভিন্ন ধরনের কাজ আছে। তবে সেখানে কাজ করতে যাওয়ার জন্য দক্ষ এবং অদক্ষ সকলের জন্যই কিছু দিকনির্দেশনা রয়েছে। অর্থাৎ আপনার যে সকল কাজের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাহিদা বেশি হয়। চলুন কি কি কাজের চাহিদা বেশি সেগুলো নিচে আলোচনা করি। 

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে

নির্মাণ সেক্টরের কাজ

  • মিস্ত্রি 
  • ইলেকট্রিশিয়ান 
  • প্লাম্বার 
  • রংমিস্ত্রি 
  • ওয়েল্ডিং এর 
  • লেবার অথবা শ্রমিক 

হোটেলের কাজ 

  • হোটেল বয় 
  • কুক বা সেফ 
  • ফ্লোর ক্লিনার 
  • বাথরুম ক্লিনার 
  • ওয়েটার 
  • হোটেল স্টাফ 

পরিবহন বা ড্রাইভিং এর কাজ 

বাহারাইনে ড্রাইভিং এ কাজের অনেক বেশি চাহিদা রয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং ভালোভাবে শিখে যান তাহলে সেখানে আপনি ভালো কাজের চাহিদা সম্পন্ন কাজ পাবেন। ড্রাইভিং এর কাজের মধ্যে আছে ।

আরো পড়ুনঃ কুয়েত হোটেল ভিসা বেতন কত এবং কাজের ধারণা সম্পর্কিত

  • ট্যাক্সি ড্রাইভার 
  • বাস ড্রাইভার 
  • ট্রাক ড্রাইভার 
  • কোম্পানির কার ড্রাইভার 

মার্কেট বা সেলসম্যান এর কাজ 

  • সেলসম্যান 
  • প্যাকেজিং 
  • মার্কেটিং ম্যানেজমেন্ট 
  • সেলসম্যান এসিসন্ট
  • সেলস ম্যানেজার 
  • নাইট গার্ড

বাহারাইন যাওয়ার জন্য কি কি করতে হবে 

যারা বাহারাইন যেতে চান তাদের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হবে। বাহারাইন যেতে চাইলে আপনাকে সকল ধাপ সম্পন্ন করে তারপরে আপনি বাহরাইন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন বাহারাইন যাওয়ার জন্য যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হল।

আরো পড়ুনঃ কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ২০২৫ করার পদ্ধতি

  • যাত্রার সঠিক উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনি কিসের জন্য যেতে চান কোন কাজের জন্য, নাকি ট্যুরের জন্য পড়াশোনার জন্য, না ফ্যামিলির জন্য ইত্যাদি।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। যেমন ৬ মাস মেয়াদি পাসপোর্ট, বিমানের টিকিট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভোটার আইডি কার্ড, মেডিকেল পরীক্ষার রিপোর্ট, হোটেল বুকিং এর ডকুমেন্ট ইত্যাদি।
  • বিশ্বস্ত এজেন্সি বা নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।। সঠিক এবং বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করতে হবে এবং কাজের বৈধতা নিশ্চিত করতে হবে। 
  • ভিসার জন্য আবেদন করতে হবে বাহরাইন দূতাবাসে। অনলাইনে বিসর্জন আবেদন করতে পারেন যেকোনো এজেন্সি অথবা নিয়োগ করতে মাধ্যমে। 
  • ভিসার জন্য সকল প্রক্রিয়া ফরম পূরণ করতে হবে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সত্যতা যাচাই করে প্রদান করতে হবে, ভিসা ফি প্রদান করতে হবে, বিমানের টিকিট কিনতে হবে ইত্যাদি। 
  • নির্দিষ্ট ফ্লাইটে বাহরাইন পৌঁছানোর পর ইমিগ্রেশন এর জন্য আপনার সকল ডকুমেন্ট দেখাতে হবে। এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। যদি কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই নিয়োগকর্তার সঙ্গে পূর্বে যোগাযোগ করে নিবেন।

ওয়ার্ক ভিসায় বাহারাইন যেতে কত টাকা লাগে 

ওয়ার্ক ভিসায় বাহারাইন যেতে কত টাকা লাগে এটি অবশ্যই নির্ভর করবে এজেন্সি দের ওপরে। অনেক এজেন্সি আছে যারা মানুষের কাছ থেকে খুব বেশি টাকা নেয় না যতটুকু দরকার ততটুকু নিয়ে থাকে। কিন্তু অনেক এজেন্সি আছে যারা খরচের চাইতে অতিরিক্ত টাকা দাবি করে থাকে। তাই বাহরাইন যেতে অনেক ক্ষেত্রে উপর নির্ভর করে টাকার পরিমান। 

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে

  • প্রথমত পাসপোর্ট করার জন্য খরচ হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা। ইমারজেন্সি পাসপোর্ট করে নিলে ৭০০০ টাকার মত লাগবে। 
  • পাসপোর্ট করার পরে আপনার মেডিকেল টেস্ট প্রয়োজন। মেডিকেল টেস্ট বাবদ আপনার ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হতে পারে। তবে পরিচিত থাকলে এর চাইতে কম হতে পারে।
  • এজেন্সি ফি বাবদ চুক্তি অনুযায়ী সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মত লাগতে পারে। তবে এটি নির্ভর করবে এজেন্সি কোম্পানি গুলোর উপরে। 
  • আপনি কোন একটা কাজ শিখে গেলে আপনার জন্য ভালো হবে তাই কোন একটা অভিজ্ঞতা অর্জন করতে অর্থাৎ সার্টিফিকেটের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হতে পারে। 
  • এছাড়া বিমান টিকিট বাবদ আপনার ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হতে পারে। এর জন্য আপনাকে দুইবার বিমান পরিবর্তন করা হতে পারে। 
  • অন্যান্য খরচ বাবদ আপনার খরচ হতে পারে আরো ১৫ থেকে ২০ হাজার টাকা। এছাড়াও রয়েছে ইমিগ্রেশন ফি ইমিগ্রেশনের জন্য খরচ হতে পারে ৫ থেকে ১০ হাজার টাকা। 
  • তবে এভাবে হিসাব করা একটু কঠিন তবে আনুমানিক খরচ যেটা ধরতে পারেন ৪,৫০,০০০-৫,৫০,০০০ টাকার মত লাগতে পারে। বাহারাইন যাওয়া একটু ব্যয়বহুল যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা এর জন্য এপ্লাই করতে পারেন।

বাহারাইনে কোন কাজের বেতন কত 

বাহারাইনে কোন কাজের বেতন কত এটি নির্ভর করবে আপনার কাজের ধরন অনুযায়ী। কারণ প্রবাসে কাজে গেলে বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলোর বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে। এক এক কাজের ধরন একেকরকম এবং তাদের বেতনে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে বাহারাইনে কাজের জন্য গেলে কোন একটা কাজ অভিজ্ঞতা ভালোভাবে অর্জন করে তারপরে যাবেন কোন কাজের বেতন কত নিচে আলোচনা করা হলো।

কাজের পেশা মাসিক বেতন (বাহরাইনি দিনার) বাংলাদেশি টাকা (প্রায়)
নির্মাণ শ্রমিক ১৫০ - ২৫০ ৪৫,০০০ - ৭৫,০০০
ইলেকট্রিশিয়ান ২৫০ - ৫০০ ৭৫,০০০ - ১,৫০,০০০
ড্রাইভার ২০০ - ৪০০ ৬০,০০০ - ১,২০,০০০
হোটেল/রেস্টুরেন্ট কর্মী ১৫০ - ৩০০ ৪৫,০০০ - ৯০,০০০
ক্লিনার ১০০ - ২০০ ৩০,০০০ - ৬০,০০০
মেকানিক ৩০০ - ৫০০ ৯০,০০০ - ১,৫০,০০০

শেষ কথাঃ বাহারাইন যেতে কত টাকা লাগে 

বাহারাইন যেতে কত টাকা লাগে এটি নিয়ে অনেকের সংশয় থাকলেও যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো কোন এজেন্সি সাথে কথা বলে পরামর্শ করে তারপরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। এছাড়াও কাজের ওপর চুক্তিবদ্ধ হয়ে তারপরে আপনারা যাবেন। এবং সকল ডকুমেন্ট সঠিকভাবে যাচাই-বাছাই করার পর আবেদন জমা দেবেন। 

অবশেষে আমরা বলতে পারি বাহরাইন যেহেতু ইউরোপ মহাদেশের মধ্যে একটি উন্নত রাষ্ট্র তাই এ সকল দেশের যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এছাড়াও যেখানে কাজে যাবেন বা যেই জন্য যাবেন সকল সুবিধা অসুবিধা ভালোভাবে জেনে তারপরে আপনারা যাবেন এ ধরনের আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url