লুডু গেম খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট



লুডু গেম খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এ ধারণাটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এমন এক যুগে পদার্পণ করছি যেখানে খেলেও টাকা ইনকাম করা যায়। চলুন আজকে আপনাদের সাথে কিভাবে লুডু গেম খেলে টাকা ইনকাম করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করি। 

লুডু-গেম-খেলে-টাকা-ইনকাম

তবে অনেক ফ্রড অ্যাপ আছে যেগুলো লোভ দেখিয়ে খেলার জন্য উৎসাহ দেয় কিন্তু তারা পেমেন্ট দেয় না। তবে বিশ্বস্ত সাইট থেকে গেম খেলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন এবং বিকাশ পেমেন্ট হাতে পাবেন এ ধরনের কয়েকটি অ্যাপসের কথা আপনাদের জানানোর চেষ্টা করব। 

সূচিপত্রঃ লুডু গেম খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট 

কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করবেন 

কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করা যায় এটি অনেকের অজানা রয়ে গেছে। তাই যারা জানেন না কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করা যায় আজকে তাদের জন্য এই পোস্টটি। লুডু খেলার জন্য প্রথমে আপনাকে অবশ্যই একটি বিশ্বস্ত এপস প্রয়োজন। যেখানে আপনি খেলে পেমেন্ট হাতে পাবেন। 

প্রথমত আপনাকে একটি বিশ্বস্ত অ্যাপ্স খুঁজে বের করতে হবে। যে বিশ্বস্ত অ্যাপস টি দিয়ে আপনি লুডু খেলবেন সেই অ্যাপস এ প্রবেশ করতে হবে। তারপর অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রেশন করে ফেলুন। পেমেন্টের জন্য বিকাশ নগদ পেপাল ইত্যাদি অ্যাপ ব্যবহার করতে পারেন। 

প্রথমে গেম খেলা শুরু করার আগে কিছু ফ্রি গেম থাকে সেগুলো খেলে আপনি কিছু পরিমাণ টাকা জিততে পারেন। এরপর কিছু পেট গেম আছে সেগুলোতে ফ্রি প্রদান করে বড় পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে। টুর্নামেন্ট খেলার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারেন। এবার আপনি নিয়মিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে জিততে পারলে টাকা পাবেন।

আরো পড়ুনঃ ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশ নগদ অথবা একাউন্টে ট্রান্সফার করে উইথড্রো করতে পারেন। তবে লুডু খেলতে হলে আপনাকে অবশ্যই দক্ষতার সহকারে খেলতে হবে এবং জিতার সকল কৌশল জানতে হবে। সর্বনিম্ন দুইজন হলেই লুডু গেম খেলা যায়। টুর্নামেন্ট খেলার জন্য দুটি দল রয়েছে যেকোনো দলের হয়ে আপনি খেলতে পারেন।

লুডু খেলার বিশ্বস্ত কয়েকটি অ্যাপস 

লুডু খেলার অনেক অ্যাপস রয়েছে। তবে সবগুলো অ্যাপ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কারণ এর মধ্যে অনেক ফ্রড অ্যাপস আছে। তবে বিশ্বস্ত এপ্স গুলো আপনাকে যাচাই করে তারপরে খেলা শুরু করতে হবে। নিচে কয়েকটি লুডু খেলার বিশ্বস্ত অ্যাপ দেয়া হলো। 

লুডু-গেম-খেলে-টাকা-ইনকাম

  • Ludo champ superstar champion 
  • Ludo khela 
  • Ludo win cash game 
  • Ludo supreme gold 
  • Ludo fantasy 
  • Ludo Ninja 
  • Ludo king 
  • Ludo premium 
  • Ludo hunt 
  • Ludo tej 
  • Elite ludo 
  • MPL (mobile premier League) 
  • WinZo
  • Paytm First Games

গেম খেলে টাকা উপার্জন 

বর্তমানে এমন একটা সময় এসেছে যেখানে গেম খেলে টাকা ইনকাম করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দেশে এরকম কিছু পদ্ধতি চালু হয়েছে বা এপ্স চালু হয়েছে যেগুলোতে খেলে বিভিন্ন বা টাকা উপার্জন করা যাচ্ছে। শুধু লুডু না লুডু ছাড়াও বিভিন্ন খেলা আছে পছন্দ মতো খেলে সেগুলো থেকে উপার্জন করা সম্ভব হয়েছে। কয়েকটি বিশ্বাসযোগ্য গেম নিজে উল্লেখ করা হলো। 

  • Tk999
  • নগদ777
  • Blinko game
  • Big cash 
  • Playerz pot 
  • Ludo supreme gold 
  • Pubg 
  • Casino game 
  • Pokemon game 
  • Quereka reply 
  • My 11 circle game 
  • Mobile legends game 
  • Free fire 
  • Fan clash game 
  • Hago game 
  • Bitcoin game 
  • WinZo game 
  • MPL
  • Zupee game

এই গেমগুলো খেলার আগে অবশ্যই গেম খেলার নিয়ম এবং সতর্কতা গুলো ভালোভাবে জেনে নেবেন। এ সকল উপায় জেনে নেওয়ার পরে যে গেমটি আপনি করবেন সেই গেমটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে সেখানে অনেকগুলো গেমের অপশন আসবে আপনার পছন্দ মতো গেম আপনি সেখানে খেলবেন। 

বিকাশে পেমেন্ট উত্তোলন প্রক্রিয়া 

যারা গেম খেলতে পছন্দ করেন তারা বসে থেকে সময় নষ্ট না করে গেম খেলে খুব তাড়াতাড়ি অর্থ উপার্জন করতে পারবেন। এবং সেগুলো আপনি অবশ্যই বিকাশে পেমেন্ট নিতে পাবেন। নির্দিষ্ট একটা টাইম থাকে সেই টাইম পর্যন্ত আপনি গেম খেলার পরে টাকা আপনার একাউন্টে জমা হবে। অনেক গেমের পয়েন্ট অথবা কয়েন থাকে সেগুলো জমা হবে। 

আরো পড়ুনঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা

পয়েন্টের ওপরে অনেক সময় পেমেন্ট নির্ভর করে। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আমার পরে আপনি ট্রান্সফার করে আপনার বিকাশ নগদ অথবা অন্যান্য যে সকল অ্যাকাউন্ট আছে সেগুলোতে ট্রান্সফার করতে পারবেন। গেম খেলার পর এপের ওয়ালেটে আপনার টাকার পরিমান আপনি চেক করতে পারেন। 

এরপর সেখানে টাকা উত্তোলনের বিকল্প সেখানে যেতে হবে এবং বিকাশ নির্বাচন করতে হবে। সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে যাবতীয় কিছু তথ্য চাইবে সেগুলো সঠিকভাবে দিবেন। এরপর টাকা আপনার বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে। তবে অবশ্যই বিশ্বাসযোগ্য অ্যাপস ডাউনলোড করে গেম খেলবেন।

পেইড গেম খেলার নিয়ম 

পেট গেম খেলে আপনি দ্রুত টাকা ইনকাম করতে। অর্থাৎ টাকা এন্ট্রি করে গেম খেললে আপনার টাকার পরিমান দ্রুত বাড়বে। পেইড গেম খেলার জন্য প্রথমে আপনাকে ডিপোজিট করতে হবে। তবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত ডিপোজিট করতে পারবেন সেখানে তাদের লেখা থাকবে। আপনার পছন্দমত আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে গেম নির্বাচন করবেন। 

লুডু-গেম-খেলে-টাকা-ইনকাম

আপনার পছন্দমত গেম নির্বাচন করে আপনি খেলা শুরু করবেন। টুর্নামেন্ট অথবা ম্যাচের বিভিন্ন ধরন এবং এন্ট্রি ফি গুলো ভালোভাবে যাচাই করে নিবেন। প্রতিযোগিতার সকল নিয়ম ভালোভাবে দেখে খেলা শুরু করবেন। এর ফলে আপনি জিততে পারলে টাকা আপনার একাউন্টে জমা হতে থাকবে। ভালোভাবে খেলার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করুন।

আরো পড়ুনঃ অ্যাড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। আপনি সেগুলোর নোটিফিকেশন চেক করে তারপরে খেলার জন্য প্রস্তুত হবেন। ফুটবল ক্রিকেট লুডু বিভিন্ন ধরনের টুর্নামেন্ট এর আয়োজন করা হয় আপনি সেগুলোতে অংশগ্রহণ করে খেলতে পারেন এজন্য আপনাকে পেট করতে হবে। তবে পেট করে খেলার মজা আলাদা। এতে খেলার আগ্রহ টা বেশি বেড়ে যায়।

জনপ্রিয় কিছু গেমের উদাহরণ 

বর্তমানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে আপনি খুব দ্রুত টাকা ইনকাম করতে পারেন। এর মধ্যে কিছু জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আপনি খুব সহজেই খেলতে পারবেন এবং খেলে আনন্দ পাবেন। জনপ্রিয় গেম গুলো নিজে দেওয়া হল ।

  • Dream11 
  • MPL fantasy 
  • Brain baazi
  • Quereka 
  • Ludo supreme gold 
  • Rummy circle game 
  • Poker Stars

শেষ কথাঃ লুডু গেম খেলে টাকা ইনকাম

অবশেষে আমরা বলতে পারি যে লুডু গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি খেলতে পারেন তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে সকল নিয়ম নীতি না জেনে আপনি কখনোই গেম খেলার শুরু করবেন না। ফলে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তাই যারা সময় নষ্ট করতে না চান তারা অবশ্যই গেমগুলো খেলে যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করুন পোস্টটি ভাল লেগে থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url