কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট করা যায়
ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায় খুব সহজে কয়েকটি ধাপ অবলম্বন করে। কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট করা যায় চলুন দেখে নেয়া যাক। ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার ধাপসমূহ আলোচনা করা হলো।
প্রশ্নের সূচিপত্র instagram একাউন্ট ডিলিট
- ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার প্রথম ধাপ
- Instagram একাউন্ট ডিলিট করে, দ্বিতীয় ধাপ
- অন্য উপায়ে Instagram account delete
- শর্টকাটে instagram একাউন্ট ডিলিট
- শেষ কথাঃ ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট
Instagram একাউন্ট ডিলেট করার প্রথম ধাপ
ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার প্রথম ধাপ হচ্ছে সর্বপ্রথম play store এ গিয়ে instagram অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর open করতে হবে। তারপর আপনার instagram প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করা পার ওপরে থ্রি লাইন আছে সেখানে চাপ দিতে হবে।
থ্রি লাইনে যাওয়ার পরে account centre একটি অপশন থাকবে account centre অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে account settings লেখা থাকবে সেখানে অনেকগুলো অপশন থাকবে। তারমধ্যে personal details এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে account ownership and control নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
আরো পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা সম্পর্কে জানুন
তারপর এখানে ক্লিক করার পরে deactivation or degradation নামক একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর প্রোফাইল শো করবে সেখানে ক্লিক করতে হবে। এরপরে deactivating or deleting your Instagram account নামে একটি অপশন থাকবে।
এখানে আরো দুইটা অপশন থাকবে
- Deactivate account
- Delete account
Deactivate account এখানে চাপ দিলে আপনার একাউন্টে সাময়িক বন্ধ থাকবে কিন্তু পরবর্তীতে আমি আপনি আবার লগইন করতে পারবেন। আর যদি সম্পূর্ণ অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে নিচের ডিলিট অ্যাকাউন্ট এই অপশন এ ক্লিক করতে হবে। তারপরে নিচে continue এ ক্লিক করতে হবে।
এখানে deleting your Instagram account এ ধরনের লেখা থাকবে এর নিচে অনেকগুলো অপশন থাকবে এর কোন একটাই চাপ দিয়ে সিলেক্ট করে নিতে হবে তারপর আবার continue করতে হবে। কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে।
ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার দ্বিতীয় ধাপ
Instagram একাউন্ট ডিলিট করার দ্বিতীয় ধাপের মধ্যে এবার আপনি দেখতে পারবেন আপনার instagram এর পাসওয়ার্ড টাইপ করতে বলবে সেখানে আপনার instagram পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার continue এই অপশনটিতে ক্লিক করতে হবে। পরে আবার একটা অপশন আসবে সেখানে delete account লেখা থাকবে।
তাই আপনি যদি পার্মানেন্টলি আপনার instagram একাউন্ট ডিলিট করতে চান তাহলে এক মাসের মধ্যে আপনি সেই একাউন্টে আর কখনো login করবেন না। আর যদি আপনি মনে করেন যে আপনার একাউন্টে পুনরায় ফিরে পেতে চান তাহলে এক মাসের মধ্যে আপনি সেই একাউন্টে লগইন করতে পারেন।
অন্য উপায়ে Instagram account delete
অন্য উপায় এ instagram account deletation এখানে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর login করতে বলবে সেখানে আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিতে হবে এবং লগইন করতে হবে। Instagram একাউন্টটি ডিলিট করার কারণ সিলেক্ট করতে হবে। যেমন লেখা থাকবে why are you deleting your account?
আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
এর মধ্যে যেকোন একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার একাউন্টের পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার একাউন্টে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
শর্টকাটে instagram একাউন্ট ডিলিট
প্রথমে আপনাকে যেতে হবে Play store-Instagram-update-open-Instagram profile click-three line-account centre-personal details-account ownership and control-deactivation of deletion-Instagram account profile name click -delete account-continue-something else-continue-continue-password-continue-delete account.
শেষ কথাঃ ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট
যাদের একাধিক ইনস্টাগ্রাম একাউন্ট আছে তারা যদি মনে করেন আপনাদের অ্যাকাউন্ট ডিলিট করবেন তাদের জন্য আজকের এই পোস্টটি যথাযথভাবে। কিভাবে পার্মানেন্টলি ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায় তার সমাধান দেওয়া হলো। ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করতে যাদের সমস্যা মনে হয় তারা উপরোক্ত পদ্ধতি গুলো ফলো করতে পারে না।
অবশেষে বলতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবারই প্রয়োজন হয় না যারা মনে করছেন আপনাদের জিনিসটাকে অ্যাকাউন্টের প্রয়োজন নাই এবং তাদের যদি আপনার থেকে থাকে তারা অবশ্যই instagram একাউন্ট টি ডিলিট করে দিবেন। পোস্টটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url