ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ বর্তমানে ফেসবুক ইউজ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। তাই আপনি যদি একজন facebook ইউজার হয়ে থাকেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক আর এই ফেসবুক এর উপরে বর্তমানে সকলেই নির্ভরশীল। তাই এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি হ্যাক হলে সাধারণ জনগণকে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়।সূচিপত্রঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
- ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
- ফেসবুক আইডি হ্যাক সাপোর্ট পেজ
- তথ্য যাচাই করার পদ্ধতি
- পাসওয়ার্ড রিসেট করা
- থানায় জিডি করা
- শেষ কথাঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার উপায় সম্পর্কে অবশ্যই আমাদের জানানো উচিত ধরনের সমস্যাই পড়তে পারি। যদি ফেসবুক আইডিতে ইমেইল যুক্ত করা থাকে তাহলে হ্যাকার যদি আপনার নাম্বার এবং আইডি, প্রফাইল সবকিছু চেঞ্জ করে ফেললেও অবশ্যই আপনি আপনার আইডি ফিরে পাবেন। চলুন কিভাবে সেটা দেখে নেয়া যাক। তবে শুধু মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা থাকে তাহলে কিন্তু আইডি নাও ফেরত পেতে পারেন।
প্রথম আপনাকে ক্রম ব্রাউজারে গিয়ে how to recover hack Facebook account এখানে ক্লিক করতে হবে তারপর যে ইন্টারফেস টা আসবে লেখা থাকবে if you think your Facebook account was hacked or someone is using it is without...... এখানে চাপ দেবেন ক্লিক করার পর এখান get started এখানে ক্লিক করতে হবে।
আরো পড়ুনঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট করা যায়
এরপর এখানে আরেকটা ইন্টারফেস আসবে তার মধ্যে প্রথমে যেখানে লেখা থাকবে someone else gained access to my account এখানে ক্লিক করতে হবে। তারপরে yes, I can still log in এখানে ক্লিক করতে হবে। তারপরে facebook.com / hacked ক্লিক করতে হবে। তারপরে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ এখানে ক্লিক করতে হবে। এখন আপনার ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার চাইবে।
এবার আপনার ইমেইল আইডি এবং ফোন নাম্বার যেহেতু হ্যাকার হ্যাক করে নিয়েছে সে যদি এখন কি করা যায় এরপর আপনাকে একটা অবলম্বন করতে হবে । যেটা আপনি আপনার ফোন থেকে সর্বদা কার সাথে চ্যাটিং করেছেন বা এসএমএস দিয়েছেন তাদের মেসেঞ্জারে যেতে হবে তাদের মেসেঞ্জার আইডিতে গিয়ে দেখবেন যে আপনার সাথে যার চ্যাট হয়েছে তার চ্যাটিং লিস্টে আপনার নামটা কি নামে সেভ করা আছে?
অর্থাৎ আপনি যখন দেখতে পারবেন আপনার নামে অন্য একটা নাম যুক্ত করেছে সে প্রোফাইলে যাবেন সে প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডট আছে থ্রী ডট ক্লিক করবেন। ক্লিক করার পর সাতটা লাইন থাকবে তার মধ্যে সব নিচের যে লিংক থাকবে সেখানে প্রোফাইল লিংকটা কপি করবেন তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফোনে আপনি লিঙ্কটা পাঠিয়ে দেবেন।
তারপরে সেই লিংকটা অথবা সেই প্রোফাইল নামটা ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার চাইবে সেখানে বসায় দিবেন তারপরে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে যেমন লেখা থাকবে this accounts maths your search তারপরে ডান সাইডে this is my account লেখা থাকবে যে অ্যাকাউন্ট আপনার সেখানে this is my account এখানে ক্লিক করবেন।
এখানে পাসওয়ার্ড চাইবে যেহেতু আপনার একাউন্ট হ্যাক হয়েছে নতুন পাসওয়ার্ড হয়েছে আপনি তো সেই পাসওয়ার্ড জানেন না সেহেতু আপনার আগের পাসওয়ার্ডটাই দিবেন continu এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশন আসবে কিন্তু আপনি cancel এ ক্লিক করবেন। দেখবেন এরপর আপনি আপনার আইডিতে প্রবেশ করতে পারবেন।তবে সেম অপশন বারবার আসবে তাই নয় অনেক ক্ষেত্রে ফেসবুকে বিভিন্ন ধরনের অপশন আসতে পারে। যেভাবে দেখালাম এভাবে নাও আসতে পারে ফেসবুক অনেক সময় চেঞ্জ করতে পারে তাদের নিয়ম। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই দেখায় এভাবে ফলো করলে আপনি আপনার আইডিটা ফিরে পেতে পারেন তবে রিকভারি এভাবে ৯০% হওয়ার সম্ভাবনা আছে ১০% না হওয়ার সম্ভাবনা থাকে।
ফেসবুক আইডি হ্যাক সাপোর্ট পেজ
ফেসবুক আইডি হ্যাক হলে প্রথমে যে সকল সাপোর্ট বেড়ে যেতে হবে সেটা হচ্ছে https:/www.facebook.com / hacked এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপরে এখানে my account is compromise এখানে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর যে সকল তথ্য চাইবে আপনি সে সকল তথ্যগুলো প্রদান করবেন। কোন ধরনের ভুলভাল তথ্য দেওয়া যাবে না সঠিক তথ্য প্রদান করবেন।
তথ্য যাচাই করার পদ্ধতি
এখানে আপনার ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার চাইবে সেখানে আপনার যে নাম্বার দিয়ে ফেসবুক খোলা আছে সেই নাম্বার অথবা যে ইমেইল এড্রেস দিয়ে ফেসবুক করেছেন সেই ইমেইল এড্রেস দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি না হয় তাহলে আপনার ফেসবুক প্রোফাইল এর নাম দিবেন। তারপরও যদি না হয় তাহলে নিচে forgot password এখানে ক্লিক করবেন। আপনার ফোনের নাম্বারে আপনার পাসওয়ার্ড পরিবর্তন এর লিংক পাঠাবে।
পাসওয়ার্ড রিসেট করা
পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক লগইন পেজে যেতে হবে তারপরে সেখানে forget password এ যেতে হবে এখানে আপনার ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার চাইবে সেখানে আপনি নতুন ইমেইল এড্রেস টা দিবেন এবং আপনার একটি কোড যাবে সেই কোড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। খুবই হার্ড পাসওয়ার্ড দিতে হবে।
আরো পড়ুনঃ শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
আপনার আগের ইমেইল এড্রেসটি দিতে হবে এবং ফেসবুক টিম আপনার সাথে যোগাযোগের জন্য প্রমাণ চাইবে এজন্য আপনার আইডি কার্ড প্রয়োজন হতে পারে। এজন্য আপনাকে ফেসবুক রিকভারি পেজে যেতে হবে অর্থাৎ https://www.facebook.com/login / identify এখানে ক্লিক করতে হবে।
থানায় জিডি করা
যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে তবে অবশ্যই আপনি থানায় যাবেন এবং একটা জিডি করে আসবেন। ফেসবুক আমাদের অনেক সেনসিটিভ একটা জিনিস যেখানে অনেক কিছু আমাদের থাকে তাই আপনি দেরি না করে আপনার আশেপাশের কোন থানায় গিয়ে একটা জিডি করে রাখবেন তবে অবশ্যই আপনার আইডি কার্ড এবং ইমেইল আইডি ফেসবুকে পাসওয়ার্ড মোবাইল নাম্বার এসব কিছু নিয়ে যাবেন।
শেষ কথাঃ ফেসবুক আইডি হ্যাক হল উদ্ধার উপায়
আমরা বলতে পারি ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার অবশ্যই করা যাবে তবে এর জন্য অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তবে আমরা যদি সাবধানতা অবলম্বন করি এবং যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে বিরত থাকি ।অন্য পরিচিত কেউ আপনার ফোনে বা আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে except করা থেকে বিরত থাকবেন।
এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার কাঙ্খিত প্রশ্ন উত্তর আমাদের ওয়েবসাইটে থেকে জেনে নিন। এ ধরনের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন আশা করি আমাদের পোস্টটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url