দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে
দাঁতে রুট ক্যানেল করতে কত টাকা লাগে একদম সঠিক তথ্য না দেওয়া গেল ও কিছুটা হলেও আইডিয়া দেওয়া যাবে কারণ বিভিন্ন জায়গায় রুট ক্যানেল করতে ভিন্ন ভিন্ন খরচ হয়। কারণ ভিন্ন ভিন্ন ডেন্টিস্ট এর কাছে ভিন্ন ভিন্ন খরচ হয় রুট ক্যানেল করতে।
রুট ক্যানেল মূলত করা হয় দাঁতের ভেতরে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত টিস্যু গুলোকে সরিয়ে ফেলা হয় এবং দাঁতকে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করা হয়। শহরে এবং গ্রামের দাঁতের রুট ক্যানেল করার খরচ আলাদা আলাদা হয়।
পোস্ট সূচিপত্রঃ দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে
- দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে
- মোলার রুট ক্যানেলের খরচ
- দাঁতের রুট ক্যানেল করার নিয়ম
- দাঁতের রুট ক্যানেল করার ধাপসমূহ
- রুট ক্যানেল কত দিন স্থায়ী হয়
- দাঁতের রুট ক্যানেলের স্থায়িত্ব বাড়ানো
- ভারতের রুট ক্যানেলের দাম কত
- শেষ কথাঃ রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয়
দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে
দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে এটা নির্ভর করে দাঁতের অবস্থার ওপর। কারণ মানুষের পিছনের দাঁতের চাইতে সামনের দাঁতের রুট ক্যানেল করতে তুলনামূলক টাকা কম লাগে। কারণ পিছনের দাঁতের চাইতে সামনের দাঁতের রুট ক্যানেল করতে সময় কম লাগে এবং পিছনের দাঁতের সময় বেশি লাগে। সামনের দাঁতের রুট ক্যানেল করতে ৫০০০ থেকে ১০০০০ হাজার টাকা লাগতে পারে।
আর পেছনে দাঁতে রুট ক্যানেল করতে ১০০০০ হাজার থেকে ২০০০০ হাজারের মতো লাগে। শহরের ডেন্টাল ডেন্টাল ক্লিনিক গুলোতে রুট ক্যানেল করতে পাঁচ থেকে আট হাজার টাকা লাগে। আর গ্রামের ক্লিনিক গুলোতে ৩০০০ থেকে ৬০০০ টাকা লাগে। তবে শহরের উচ্চমানের প্রাইভেট ক্লিনিক গুলোতে ১০ হাজার থেকে ২০ হাজারের মতো টাকা লাগে।
আরো পড়ুনঃ কলার খোসার ব্যবহার ১০ টি কার্যকরী ব্যবহার
রুট ক্যানেল করার পর দাঁতের ওপরে রাউন্ড বসাতে হয় সেই ক্রাউন বসানোর জন্য অতিরিক্ত 5000 থেকে ২৫ হাজার এর মত টাকা লাগতে পারে কারণ এসব কিছু নির্ভর করে বিভিন্ন ওষুধ এবং উপকরণের উপর। ওষুধের পরিমাণ বেশি অথবা দাঁতের পজিশন অনুযায়ী বেশি উপকরণ ব্যবহারের ফলে টাকা বেশি লাগতে পারে। তবে প্রথমত ডাক্তারের কাছে গেলে দাঁতের এক্সরে করতে হয় সে এক্সরে করার জন্য এক হাজার থেকে তিন হাজারের মতো টাকা লাগতে পারে।
মোলার রুট ক্যানেল এর খরচ
সাধারণ দাঁতের চাইতে মোলার দাঁতের রুট ক্যানেল করতে খরচ বেশি হয় কারণ মোলার দাঁতের রুট ক্যানেল করতে সময় বেশি লাগে তাই এর খরচও বেশি হয়। সাধারণ যে কোন ক্লিনিকে মোলার দাঁতের রুট ক্যানেল করতে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা লাগে। মোলার দাঁতের রুট ক্যানেল করার পরে মেটাল ক্রাউন বসানোর জন্য পাঁচ থেকে আট হাজার টাকা লাগে ।
তাছাড়া পোরসেলিন- ফিউজড -টু -মেটাল ক্রাউন বসাতে ১০০০০ থেকে ১৫০০০ টাকা লাগে। জিরকোনিয়া টাউন বসাতে ২০ থেকে ৩০ হাজার টাকা অথবা এর চাইতে বেশিও লাগতে পারে। মোলার রুট ক্যানেল করার জন্য আপনার আশেপাশে কোন ক্লিনিকে গিয়ে ভালোভাবে জেনে নিতে পারেন কত খরচ লাগতে পারে। মোলার রুট ক্যানেল যেহেতু একটু কঠিন অর্থাৎ তিন থেকে চার বার করতে হয় তাই এর খরচ একটু বেশি।
দাঁতের রুট ক্যানেল করার নিয়ম
রুট ক্যানেল করার নিয়ম সম্পর্কে জানতে হলে পোস্টটি অবশ্যই আপনাকে পড়তে হবে। রুট ক্যানেল করা অর্থাৎ দাঁতের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকা অথবা ক্ষতিগ্রস্ত দাঁতকে ট্রিটমেন্ট দেওয়া এবং তাতে শীল বসানোকে রুট ক্যানেল বলা হয়। তাছাড়া রুট ক্যানেল বিভিন্ন ধাপে হয়ে থাকে। অনেকে চাইলে সকল রুট ক্যানেল করতে পারেন।
ক্ষতিগ্রস্ত দাঁত কে সঠিক চিকিৎসার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দাঁতকে সুরক্ষিত করার নামই রুট ক্যানেল।দাঁতের রুট ক্যানেল করার ধাপসমূহ
রুট ক্যানেল করার অনেক ধাপ থাকে কারণ শুধু শুধু রুট ক্যানেল করলে চলে না এর জন্য কিছু নিয়ম এবং পূর্বে ট্রিটমেন্ট করার পরে রুট ক্যানেল করতে হয়।
- রুট ক্যানেল করার পূর্বে প্রথমে পরীক্ষা এবং ডায়াগনোসিস করতে হয়।
- রুট ক্যানেল করার আগে এনেস্থিসিয়া করার পরে রুট ক্যানেল করতে হয় অর্থাৎ দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে অবশ করে তারপরে দাঁতের রুট ক্যানেল করতে হয়।
- সংক্রমিত টিস্যু সরিয়ে দাঁতের গোড়ায় ছোট ছিদ্র করে ক্ষতিগ্রস্ত নার্ভ এবং টিস্যু গুলোকে সরিয়ে ফেলা হয় তারপর রুট ক্যানেল করা হয়।
- রুট ক্যানেল করার পরে ক্রাউন বসাতে হয় কারণ রুট ক্যানেল করার পরে দাঁত একটু দুর্বল হয়ে যায় তাই দুর্বল না হয়ে যাওয়ার জন্য ক্রাউন বসিয়ে সেটাকে সুরক্ষিত করা হয়।
রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
রুট ক্যানেল করার পরে যদি ভালোভাবে তাদের যত্ন নেওয়া হয় এবং সকল নিয়মকানুন মেনে চলা হয় তাহলে এটি দীর্ঘ দ্বীন স্থায়ী হয় অর্থাৎ ১০ থেকে ২০ বছর পর্যন্ত স্থায়ী থাকে। রুট ক্যানেল কতদিন স্থায়ী থেকে এটি নির্ভর করে ডাক্তারদের চিকিৎসার উপরে। কারণ ভালো ডেন্টিস্ট এর কাছে দাঁতের চিকিৎসা নিয়ে থাকলে অবশ্যই এটি দীর্ঘদিন যাবে।
তাছাড়া রুট ক্যানেল করার পর ভালো মানের যদি ক্রাউন লাগানো হয় তাহলে সে সকল অনেকদিন যাই। আপনি যদি রুট ক্যানেল করার পরে ভালো ক্রাউন লাগে নেন তাহলে অনেকদিন স্থায়ী হয়। আর রুট ক্যানেল করার পরে ভালো ক্রাউন লাগাতে হয় কারণ রুট ক্যানেল করার পরে দাঁত দুর্বল হয়ে পড়ে এজন্য কোন কিছু শক্ত খাবার খাওয়ার সময় সেই দাঁত ক্ষতিগ্রস্ত হতে পারে।
দাঁতের রুট ক্যানেলের স্থায়িত্ব বাড়ানো
রুট ক্যানেলের স্থায়িত্ব বাড়ানোর জন্য কিছু টিপস মেনে চলতে হবে তাহলে দাঁতের সমস্যা নিয়ে আমাদের আর কোন চিন্তা থাকবে না চলুন দেখে নেয়া যাক কি ধরনের টিপস মেনে চললে রুট ক্যানেল স্থায়িত্ব বাড়ানো যায়।
আরো পড়ুনঃ বাচ্চাদের দাঁত ওঠার সময় করণীয় কি কি
- প্রথমত রুট ক্যানেল করার পরে যত দ্রুত পারেন কারণ বসে নিতে হবে।
- দাঁত দিয়ে অতিরিক্ত শক্ত জিনিস কামড়ানো যাবে না। তাছাড়া দাঁত দিয়ে শক্ত জিনিস চেপে ধরা থেকে বিরত থাকতে হবে।
- বছরে একবার হলেও ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে এবং তাদের চেকআপ করাতে হবে।
- দৈনিক দাঁতের সঠিক যত্ন নিতে হবে এবং দাঁতের হাইজিন গুলো মেনে চলতে হবে।
- রুট ক্যানেল করার পরে যেহেতু দাঁত বেশ কয়েক বছর ভালো থাকে তবে ভালো হবে যত্ন নিলে এটা আজীবন স্থায়ী ভালো রাখা যাবে।
- মিষ্টি অথবা চিনি জাতীয় খাবার কম খেতে হবে।
- নেশা দ্রব্য জিনিস যেমন পান, সিগারেট, গোল, তামুক ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে।
ভারতের রুট ক্যানেলের দাম কত
ভারতের রুট ক্যালেন্ডারের দাম নির্ভর করে দাঁতের পরিস্থিতির ওপর তাছাড়া ভারতের বিভিন্ন জায়গায় রুট ক্যানেল করা হয় একেক জায়গার রুট ক্যানেলের দাম এক এক রকম হয়ে থাকে।
- সামনের দাঁতের রুট ক্যানেল এর খরচ মোটামুটি ২ হাজার থেকে ৫ হাজার রুপি।
- বিমলার দাঁতে রুট ক্যানেল করতে ৩০০০ থেকে ৭০০০ রুপি।
- মোলার দাঁতে ইন্ডিয়াতে রুট ক্যানেল করতে ৪০০০ থেকে ১০০০০ রুপি লাগে।
- কলকাতায় রুট ক্যানেলের দাম ২০০০ থেকে ৭০০০ রুপি।
- মুম্বাইতে রুট ক্যানেলের খরচ। ৮ হাজার থেকে ১২ হাজার রুপি।
- চেন্নাইতে খরচ ৫০০০ থেকে ৮০০০ রুপি। ক্রাউন বসানোর ক্ষেত্রে ৫ হাজার থেকে ২০ হাজার তার থেকে বেশি ও লাগতে পারে।
শেষ কথাঃ দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয়
অবশেষে বলতে পারি দাঁতের রুট ক্যানেল এর খরচ নির্ভর করে দাঁতের চিকিৎসার উপরে আপনার দাঁতের অবস্থা যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং বেশি দাঁত রোট ক্যানেল করতে হয় তাহলে তার খরচ অবশ্যই বেশি হবে আর যদি দুই থেকে তিনটা দাঁত এরকম করতে হয় তাহলে অবশ্যই তার খরচ কম হবে। রুট ক্যানেল করা নিয়ে আমাদের পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url