কানাডার ভিজিট ভিসার নিয়ম ও ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে বিস্তারিত
কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ। কানাডাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে ধরা হয়। প্রথম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া যা ইউরোপ মহাদেশ অবস্থিত।ভ্রমণের জন্য কানাডা খুবই উপযুক্ত একটি দেশ।
পোস্ট সূচীপত্রঃ কানাডা ভিজিট ভিসার নিয়ম
- কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম
- কানাডা ভিজিট ভিসার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন
- ভিসার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়
- কানাডা ভিজিট ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে
- কানাডায় ভিজিট ভিসায় গিয়ে স্থায়ীভাবে থাকা যাবে কিনা
- কানাডায় ভিজিট ভিসার সুবিধা কি কি
- কানাডায় ভিজিট ভিসায় থাকার মেয়াদ
- কানাডা ভিজিট ভিসার নিয়ম-শেষ কথা
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম
এক এক দেশের ভিসা প্রসেসিং টাইম এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ যে সকল দেশে
লোকজন ভ্রমণ কম করে সে সকল দেশের ভিসা পাওয়া যায় খুব কম সময়ে। আর যে সকল
দেশে লোকজন ভ্রমণ বেশি করে সে সকল দেশের ভিসা পেতে সময় বেশি লাগে। ভিসা প্রসেসিং
টাইম নির্ভর করে ভিসা প্রসেসিং এজেন্সি কোম্পানির উপরে।
ভিজিট ভিসা প্রসেসিং হতে সময় লাগে ১৫থেকে ২০ দিন। কিন্তু এর থেকে কম সময়ে যদি
কোনো এজেন্সি ভিজিট ভিসা প্রসেসিং করে দিতে চাই তাহলে অবশ্যই আপনি ওই
এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। অনেক সময় ভিসা প্রসেসিং এজেন্সি গুলো
ভুয়া হয়ে থাকে। তাই ভিজিট ভিসা বানানোর ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক থাকতে
হবে।
যে সকল দেশে লোকজন ভ্রমণ কম করে সেসকল বেশ দেশের ভিসা পেতে ১৫ দিনের কম সময়ও
লাগতে পারে। তবে ভিসা প্রসেসিং টাইম মেইনলি নির্ভর করে ভিসা এজেন্সি
দের ওপর। কারণ তারা এক সাথে অনেকগুলো ভিসা প্রসেসিং করে থাকে ফলে তাদের কাছে
অনেক কাগজপত্র জমা হয়ে যায়। সেক্ষেত্রে ৩০ দিন সময় লেগে যেতে
পারে।
কানাডা ভিজিট ভিসার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন
বর্তমানে আমরা জানি যে বিশ্বের যে কোন দেশে ভিজিটের জন্য অর্থাৎ ভ্রমণের জন্য যোগ্যতা লাগে না। কারণ একটা দেশ ভিজিট ভিসার মেয়াদ ৩০ দিন সর্বোচ্চ ৯০ দিন হয়ে থাকে। ৯০দিনের বেশি আপনি যদি থাকতে চান তাহলে সেটা অবৈধ হয়ে যাবে।ভিসা করার সময় আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে কতদিনের জন্য ভিসা করবেন।
আরো পড়ুনঃডাব খাওয়ার উপকারিতা-পানির গুনাগুন সম্পর্কে
যদি কেউ ৯০ দিনের জন্য বিশ্বের যে কোন দেশে ভিজিট করে তাহলে আপনাকে অবশ্যই ৯০ দিন থেকে আপনার নিজ দেশে ফিরে আসতে হবে। 90 দিনের মধ্যে যদি আপনি ফিরে না আসেন তাহলে সেই দেশের সরকার আপনাকে অবৈধ ঘোষণা করবে। এই জন্য আপনাকে শাস্তিও ভোগ করতে হতে পারে। আপনার জেল ও হতে পারে।
ভিসার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়
কানাডা কিংবা বিশ্বের যে কোন দেশেই যান সকল ক্ষেত্রেই আপনাকে কিছু নিয়ম এবং
নীতিমালা অবলম্বন করতে হবে। যেমন আপনার ভিসা বৈধ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে
হবে সকল কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আপনি ভিসার জন্য
প্রস্তুতি নিতে পারেন। ভিজিট ভিসার জন্য যে সকল ডকুমেন্ট লাগে সেগুলো দেয়া
হলো।
- কানাডা ভিজিট ভিসা আবেদন ফর্ম
- ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
- বায়োমেট্রিক জমা দেয়া অপরিহার্য কানাডা ভিজিট ভিসার জন্য
- ভোটার আইডি কার্ডের ছবি
- সত্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- ট্রেড লাইসেন্স যদি থাকে
- পুলিশ ভেরিফিকেশন বা ক্লিয়ারেন্স
- মেডিকেল রিপোর্টের সার্টিফিকেট
- ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, (অর্থাৎ ব্যাংকে সর্বনিম্ন 10 লাখ টাকা শো করাতে হবে)
- বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট
কানাডা ভিজিট ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে
কানাডা ভ্রমণ ভিসা অনলাইনে আবেদন করতে পারবেন। সকল ধরনের ভিসা প্রসেসিং
কাজ অনলাইনে করা যায়। তাছাড়া ভিসা এজেন্সি কোম্পানি হতেও আপনি আবেদন আবে।
প্রথমত আবেদন করার সময় অনেক প্রবলেম হবে সেই জন্য ইউটিউবে অনেক ধরনের ভিসা
আবেদন টিউটোরিয়াল ভিডিও দেয়া থাকে চাইলে আপনি সেগুলো ভালো করে দেখে নিতে
পারেন।
তাছাড়া আবেদন করার জন্য সরাসরি কানাডিয়ান ওয়েবসাইট(Canada.ca) ভিজিট করতে
পারেন। আবেদন পত্রের সকল নিয়ম নীতি মেনে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফরমে যে
সকল তথ্য চাইবে সকল তথ্য এপ্রুভ করতে হবে। ভুল তথ্য কোনোভাবেই দেয়া যাবে
না। আপনার সকল কাগজপত্র আবেদন করার আগে যাচাই করে নিবেন।
অনলাইনে আবেদন ফরম পূরণ করার পরে দুই থেকে তিনবার চেক আউট করে নিবেন।
নির্ভুলভাবে তথ্যগুলা পূরণ করার চেষ্টা করবেন কোথাও কোন ভুলত্রুটি রাখা যাবে না
তা না হলে আপনার আবেদন ফরম সাবমিট নিবে না। সব ঠিকঠাক থাকলে তারপর আপনার ফি পে
করতে হবে।
কানাডায় ভিজিট ভিসায় গিয়ে স্থায়ীভাবে থাকা যাবে কিনা
যেহেতু কানাডা একটি উন্নয়নশীল দেশ সেখানকার পড়াশোনা, জীবনযাপন, চাকরির জন্য
খুবই জনপ্রিয় একটা দেশ। তাই প্রত্যেকেরই একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে।
অনেকেই সেখানে যাওয়ার পর স্থায়ীভাবে থাকার থাকার চিন্তা ভাবনা করে।
তাই আপনাদের মনে একটা প্রশ্ন থাকে কানাডায় ভিজিট ভিসাই যাওয়ার
পর সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা?
কানাডায় ভিজিট ভিসায় যাওয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার নিজ দেশে
প্রত্যাবর্তন করতে হবে এটাই নিয়ম। তবে আপনি যদি তাহলে কয়েকটা বিষয় মাথায়
রাখতে হবে। কারণ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া আগে পর্যন্ত আপনি আর সেই দেশে
থাকতে পারবেন না। সেদেশের সরকার সেটা এলাও করবে না।
প্রথমত ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসাতে পরিবর্তন করতে পারলে আপনি
সেখানে থাকতে পারবেন এবং কাজ করার অনুমতি পাবেন। ভিজিট ভিসা থেকে ওয়ার্ক
পারমিট ভিসাতে ট্রান্সফার করতে হলে আপনাকে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানকে
ওয়ার্ক পারমিটের ইস্যু করতে হবে। কানাডায় ওয়ার্ক
পারমিট পাওয়া বাংলাদেশী সাধারণ মানুষের জন্য খুব কঠিন।
কানাডায় ভিজিট ভিসার সুবিধা কি কি
কানাডা ভিজিট ভিসার খরচ কম। কানাডায় ভিজিট ভিসায় যাওয়ার পর যদি তাকে ওয়ার্ক পারমিট এ পরিবর্তন করতে পারেন তাহলে আপনি কাজের সুযোগ পাবেন। ভিজিট ভিসা করলে ১০ বছরের মাল্টিপল ভিসা পাওয়া যায়। এ ১০ বছরে আপনার ইচ্ছামত আপনি যাওয়া আসা করতে পারেন তবে অবশ্যই কানাডার সরকারের নিয়ম অনুযায়ী।
আরো পড়ুনঃকিভাবে ফ্রিল্যান্সিং শিখব মোবাইল দিয়ে
কানাডায় ভিজিট ভিসার আবেদন ফি, ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক বাবদ মোট ফি বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৮ ৮৩ টাকা। তাছাড়া ভিজিট ভিসা বাতিল খুব কম হয়। কানাডা ভিজিট ।ভিসা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তবে দালালের মাধ্যমে করলে একটু বেশি টাকা লাগে। তবে অন্যান্য দেশগুলোর চাইতে কানাডায় ভিজিট ভিসা খরচ তুলনামূলক বেশি।
কানাডায় ভিজিট ভিসায় থাকার মেয়াদ
কানাডায় ভিজিট ভিসায় যাওয়ার মেয়াদ ৬মাস। তবে মেয়াদ বাড়ানো যায়। সর্বমোট ১৮০দিন বাড়ানো যায় তবে অবশ্যই আপনাকে যথাযথ কারণ দেখাতে হবে। কানাডার নিয়ম নীতি মেনে আপনি মেয়াদ বাড়াতে পারেন। তাদের পরামর্শ ছাড়া আপনি বাড়াতে পারবেন না। যেহেতু কানাডা ব্যয়বহুল জায়গা তবে সুযোগ-সুবিধা ভালো আছে।
তাছাড়া আপনি কানাডা ভিজিটের জন্য একমাস মেয়াদী ভিসা করতে পারেন অথবা ২/৩মাস
মেয়াদি ও ভিসা করতে পারেন আপনার ইচ্ছামত আপনি করতে পারবেন তবে যতদিন বাড়বে তত
টাকার পরিমানটাও বাড়বে। কানাডা ভিজিট ভিসার আরেকটি সুবিধা হচ্ছে এখানে কোন
নির্দিষ্ট ভাষা জানার প্রয়োজন নেই।
কানাডায় ভিজিট হিসার পাসপোর্টে আপনার যাওয়ার তারিখ উল্লেখ থাকবে। সে
তারিখঅনুযায়ী আপনি কানাডা যাওয়ার পর যদি মেয়াদ বাড়াতে চান সে অনুযায়ী তারা
হিসাব করে বাড়াবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই টুরিস্ট ভিসার জন্য ৬মাস সময়
থাকে।
কানাডা ভিজিট ভিসার নিয়ম-শেষ কথা
যেহেতু কানাডা আমেরিকা মহাদেশের একটি উন্নত রাষ্ট্র সেহেতু সেখানকার কালচার, পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা সব কিছুই উন্নত।প্রত্যেকটা মানুষ কানাটা যাওয়ার স্বপ্ন দেখে। সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। নিজের ভিসা ছাড়া যদি বিষয় কানাডা সই আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। কারণ সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর জব পাওয়ার সুযোগ আছে।
আশা করি এই আর্টিকেলে আপনারা আপনাদের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়েছে।
এ ধরনের ভ্রমণ সংক্রান্ত বিষয়ে জানার জন্য এই ওয়েবসাইটে আরো পোস্ট আছে যেগুলো
আপনারা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা অজানা তথ্য
জানতে পারবেন। পোস্টটি ভাল লেগে থাকলে শেয়ার করবেন কমেন্টে জানাবেন।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url