বাংলা ব্লগ লিখে ১১ ভাবে ইনকাম করা যায়
প্রথমে আমরা বলতে পারি যে নিজ নিজ সাইট এ ব্লগ বা আর্টিকেল লিখে,গুগল অ্যাডসেন্স থেকে,বিভিন্ন সাইট এ আর্টিকেল বিক্রি করে,যে কারো কাছে আর্টিকেল বিক্রি করে ইত্যাদি উপায়ে ইনকাম করা যায়।
পোস্ট সূচীপত্রঃবাংলা ব্লগ লিখে ১১ ভাবে ইনকাম
- ওয়েবসাইট তৈরি করা
- ব্লক বা আর্টিকেল ফ্রিল্যান্সিং সাইটে বিক্রি করা
- সবার নিজ নিজ সাইটে আর্টিকেল লেখ
- অন্যদের কাছে আর্টিকেল বা পোস্ট বিক্রি করা
- পোস্ট বা আর্টিকেল লেখার জব /চাকুরি করা
- আর্টিকেল লেখার সাইট বিক্রি করা
- বাংলা আর্টিকেলে লোকাল অ্যাড দেখানো
- বাংলা আর্টিকেল রাইটিং কোর্স বিক্রি করা
- ব্যাকলিংক সেল করে আয় করা
ওয়েবসাইট তৈরি করা
বর্তমানে আমরা সবাই জানি অনলাইনে বিভিন্নভাবে ইনকাম করা যায়। তার মধ্যে একটা উপায় হচ্ছে আর্টিকেল লেখা এবং সেটা পাবলিস্ট করা। তাহলে আমরা কিভাবে পাবলিস্ট করতে পারি সর্বপ্রথম আমাদের একটা ওয়েবসাইট খুলতে হবে । সেটা ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেসে তারপরে সেখানে একটা ডোমেইন এড করতে হবে ওয়েবসাইটে একটা থিম অ্যাড করতে হবে থিমটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। তারপর সেখানে কনটেন্ট লেখা শুরু করতে হবে।
ব্লক বা আর্টিকেল ফ্রিল্যান্সিং সাইটে বিক্রি করা
এবার আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো যেমন ফ্রিল্যান্সার ডটকম,ফাইবার ডটকম, upwork.com এই সাইট গুলোর কোন একটা সাইটে প্রবেশ করে আর্টিকেল লিখে সার্চ দিলে কতজন এই সাইটে কাজ করে এবং কিভাবে আর্টিকেল সেল করতে হয় সব কিছু খুঁজে পাওয়া যাবে। আর এই সাইটগুলোতে আর্টিকেল বিক্রি করে ভালো মানের ইনকাম করা যায়।
সবার নিজ নিজ সাইটে আর্টিকেল লেখা
নিজ নিজ সাইট বলতে ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস এ গিয়ে ওখানে কিছু পোস্ট লেখা এবং সে পোস্ট এর ভিতরে এড যুক্ত করে এবং সেগুলোকে পাবলিস্ট করে ইনকাম করা এভাবে গুগল এডসেন্স থেকে ভালো মানের একটা ইনকাম হয়।
অন্যদের কাছে আর্টিকেল বা পোস্ট বিক্রি করা
অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রতিনিয়ত আর্টিকেল ক্রয় করে থাকে । আপনি নিজে একা আর্টিকেল না লিখে একটা টিম তৈরি করতে পারেন এবং টিমের মাধ্যমে অনেকগুলো আর্টিকেল লিখে আপনি সেগুলোকে সেল করতে পারেন । আপনার আর্টিকেল যখন আপনি বিক্রয় করতে যাবেন তখন অবশ্যই তাদের একটা অ্যামাউন্ট আপনি জানাবেন এবং এক একটা আর্টিকেল আপনি ২০০ অথবা ২৫০ টাকায় বিক্রয় করতে পারেন। তাহলে আপনি মাসে যদি ২০ থেকে ৩০ টি আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন।
পোস্ট বা আর্টিকেল লেখার জব /চাকুরি করা
অনেক আইটি প্রতিষ্ঠান আছে যেখানে তারা আর্টিকেল লিখার চাকরি দেয়। সপ্তাহে পাঁচ দিন অথবা চারদিন তাদের কাছ থেকে কাজ করে নেয় অর্থাৎ আর্টিকেল লিখিয়ে নেই এবং ভালো মানের একটা বেতন তাদের দেয়া হয়। এবং সেই কাজটা তাদের প্রতিষ্ঠানে না গিয়েও করতে পারবেন ঘরে বসে আপনি আপনার সময় মত আপনার লেখালেখির কাজটি করতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি একটা জব পেতে পারেন এবং ঘরে বসেই আপনি টাকা ইনকাম করতে পারবেন।
আর্টিকেল লেখার সাইট বিক্রি করা
আপনি যে ওয়েবসাইটে আর্টিকেল লিখেছেন সেই সাইটটা আপনি চাইলে বিক্রয় করতে পারেন। অনেক বায়ার আছে যারা আর্টিকেল সহকারে ওয়েবসাইট ক্রয় করে থাকেন আপনি চাইলে তাদের কাছে আপনার ওয়েবসাইটটি বিক্রয় করতে পারেন এবং ভালো মানের একটা ইনকাম আপনি করতে পারেন। এক একটা ওয়েবসাইট ৩০ অথবা ৩২ হাজারের মতো প্রায় হয়ে থাকে।
বাংলা আর্টিকেলে লোকাল অ্যাড দেখানো
আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর বেশি হয় তাহলে লোকাল অ্যাড দেখিয়ে আপনি ভালো মানের একটা ইনকাম করতে পারেন। যারা আসলে ডিজিটাল মার্কেটিং ব্যাপারে আগ্রহী তারাই আপনার ওয়েবসাইটটি ভিজিট করবেন।
বাংলা আর্টিকেল রাইটিং কোর্স বিক্রি করা
ব্যাকলিংক সেল করে আয় করা
ব্যাকলিংক বলতে আমরা বুঝি একটা ওয়েবসাইট এর সাথে আরেকটা ওয়েবসাইট এর কানেকশন।যে ওয়েবসাইট এর ব্যাকলিংক যত বেশি হবে সে ওয়েবসাইট তত তাড়াতাড়ি রাঙ্ক করবে।
শেষ কথাঃ বাংলা ব্লগ লিখে ১১ ভাবে ইনকাম
বাংলা ব্লগ লিখে ইনকাম করতে চাইলে এই সকল পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি যদি লিখতে পছন্দ করেন তাহলে অ্যাক্টিভ ইনকাম শুরু করতে পারেন। অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা অন্যদের দিয়ে ব্লগ পোস্ট লিখে নিয়ে তাদের একটা পারিশ্রমিক দিয়ে থাকে। এভাভে একটিভ ইনকাম করা যায়।
এই ধরনের আরও ইনকাম ভিত্তিক পোস্ট পরতে চাইলে এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url